বিজেপির পুরসভা অভিযানের অনুমতি দিল না পুলিশ, ঘেরাও নিয়ে অনড় দিলীপ

পুলিশ অনুমতি না দিলেও সোমবার বিজেপির কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি হবেই। রবিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Vaccine) প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সোমবার পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এই প্রথম কোনও বড়সড় অভিযান বিজেপির (BJP)। দলের সবার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু করোনা অতিমারির জন্য বিজেপির এই অভিযানে অনুমতি দেয়নি প্রশাসন। প্রশাসনেত তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতিতে কোনওভাবেই জমায়েত করা যাবে না।

অনুমতি না পেলেও পুরসভা অভিযান হবেই বলে জানিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন, নির্দিষ্ট সময়ে মিছিল হবেই। এছাড়াও রাজ্যে করোনার বিধিনিষেধ ঠিক করে মানা হচ্ছে না বলে অভিযোগ করে দিলীপ বলেন, ‘কোথায় মহামারি আইন? সব তো স্বাভাবিক। রাস্তায় গাড়িঘোড়া চলছে। তৃণমূল থেকে শুরু করে সব রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। আমরা করলেই দোষ’!

আরও পড়ুন- ভারতে মুসলিমদের স্থান নেই যারা বলে তারা হিন্দুই নয়, বললেন ভাগবত

 

Previous articleভারতে মুসলিমদের স্থান নেই যারা বলে তারা হিন্দুই নয়, বললেন ভাগবত
Next articleউত্তরপ্রদেশে বিজেপিই ফিরবে, কনফিডেন্ট যোগীর পাল্টা জবাব ওয়েইসিকে