Sunday, May 11, 2025

প্রত্যাশা মতোই কংগ্রেসের (Congress) হাত ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি (Ex President of India) প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। আজ, সোমবার তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banarjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। এদিন যোগদান পীড়বে অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর তৃণমূলে যোগদান প্রসঙ্গে জানান, মূলত দেশজুড়ে বিজেপির (BJP) সাম্প্রদায়িক শক্তিকে রুখতে এবং কংগ্রেস তাঁকে নিস্ক্রিয় করে রাখাতেই ঘাসফুল শিবিরে যোগদানের সিদ্ধান্ত।

সম্প্রতি, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) কর্মযজ্ঞ এবং চরম বিজেপি বিরোধিতার জন্যই তৃণমূলে জঙ্গিপুরের দু’বারের সাংসদ এবং নলহাটির প্রাক্তন কংগ্রেস বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সাক্ষাৎ করে শাসক দলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

এদিন, তৃণমূলে যোগ দেওয়ার পর প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের ধন্যবাদ জানান তিনি। কী কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রণবপুত্র? সেকথাও নিজে মুখে উল্লেখ করেন তিনি। অভিজিৎ মুখোপাধ্যায় জানান, গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক শক্তিকে একাই রুখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মযজ্ঞে সামিল হতে দলবদল। একইসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাঁকে সেভাবে কোনও কাজে না লাগিয়ে নিস্ক্রিয় করে রেখেছিল। এখন থেকে তাঁর বর্তমান দন তৃণমূল নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। দল যেমন নির্দেশ দেবে, সেভাবে নিজেকে কাজে লাগাবেন বলেই জানিয়েছেন প্রণব পুত্র অভিজিৎ।

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...
Exit mobile version