Sunday, January 11, 2026

বিজেপি-শিবসেনার সম্পর্ক আমির-কিরণের মত, মন্তব্য সঞ্জয় রাউতের

Date:

Share post:

বিজেপি (bjp) আর শিবসেনার (shiva sena) সম্পর্ক হল বলিউডের আমির খান ও কিরণ রাওয়ের মত। মহারাষ্ট্রের রাজনীতি ও বিজেপির সঙ্গে নৈকট্যের চর্চা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (sanjay raut)।

 

কিছুদিন আগে মহারাষ্ট্র কংগ্রেসের একলা চল নীতি ঘোষণা ও এনসিপি প্রধান শারদ পাওয়ারের বিজেপি বিরোধী ঐক্য-বৈঠকের পর এবার নতুন রাজনৈতিক জল্পনা বাড়ছে মারাঠা মুলুকে। কেন্দ্রের সম্ভাব্য ক্যাবিনেট সম্প্রসারণের আগে প্রাক্তন এনডিএ শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে যেন নতুন করে সৌহার্দ্যের সুর লেগেছে। প্রশ্ন উঠছে, তবে কি ফের কাছাকাছি আসতে চলেছে বিজেপি-শিবসেনা? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে, এবং বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে প্রকাশ্যে এসব জল্পনা উড়িয়ে দিয়েছে দুই শিবিরই। শিবসেনা মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিজেপির সঙ্গে আমাদের এখন সৌজন্যমূলক সম্পর্ক। আমরা আগে জোটে ছিলাম, কিন্তু এখন না থাকলেও রাজনৈতিক সৌজন্য রয়েছে। এর অন্য অর্থ করা অমূলক। বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় টেনে আনেন বলিউড তারকা আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাওয়ের প্রসঙ্গ। সম্প্রতি এই দম্পতি নিজেদের ডিভোর্সবার্তা ঘোষণা করে বলেছেন, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্ধব ঠাকরের দলের নেতা এই দম্পতির তুলনা টেনেই সোমবার বলেন, বিজেপি ও শিবসেনার সম্পর্ক আসলে আমির খান ও কিরণ রাওয়ের মত। বিচ্ছেদের পরেও সৌহার্দ্য থাকে।

 

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...