Thursday, November 13, 2025

বিজেপি-শিবসেনার সম্পর্ক আমির-কিরণের মত, মন্তব্য সঞ্জয় রাউতের

Date:

Share post:

বিজেপি (bjp) আর শিবসেনার (shiva sena) সম্পর্ক হল বলিউডের আমির খান ও কিরণ রাওয়ের মত। মহারাষ্ট্রের রাজনীতি ও বিজেপির সঙ্গে নৈকট্যের চর্চা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (sanjay raut)।

 

কিছুদিন আগে মহারাষ্ট্র কংগ্রেসের একলা চল নীতি ঘোষণা ও এনসিপি প্রধান শারদ পাওয়ারের বিজেপি বিরোধী ঐক্য-বৈঠকের পর এবার নতুন রাজনৈতিক জল্পনা বাড়ছে মারাঠা মুলুকে। কেন্দ্রের সম্ভাব্য ক্যাবিনেট সম্প্রসারণের আগে প্রাক্তন এনডিএ শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে যেন নতুন করে সৌহার্দ্যের সুর লেগেছে। প্রশ্ন উঠছে, তবে কি ফের কাছাকাছি আসতে চলেছে বিজেপি-শিবসেনা? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে, এবং বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে প্রকাশ্যে এসব জল্পনা উড়িয়ে দিয়েছে দুই শিবিরই। শিবসেনা মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিজেপির সঙ্গে আমাদের এখন সৌজন্যমূলক সম্পর্ক। আমরা আগে জোটে ছিলাম, কিন্তু এখন না থাকলেও রাজনৈতিক সৌজন্য রয়েছে। এর অন্য অর্থ করা অমূলক। বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় টেনে আনেন বলিউড তারকা আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাওয়ের প্রসঙ্গ। সম্প্রতি এই দম্পতি নিজেদের ডিভোর্সবার্তা ঘোষণা করে বলেছেন, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্ধব ঠাকরের দলের নেতা এই দম্পতির তুলনা টেনেই সোমবার বলেন, বিজেপি ও শিবসেনার সম্পর্ক আসলে আমির খান ও কিরণ রাওয়ের মত। বিচ্ছেদের পরেও সৌহার্দ্য থাকে।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...