Monday, August 25, 2025

বিজেপি-শিবসেনার সম্পর্ক আমির-কিরণের মত, মন্তব্য সঞ্জয় রাউতের

Date:

বিজেপি (bjp) আর শিবসেনার (shiva sena) সম্পর্ক হল বলিউডের আমির খান ও কিরণ রাওয়ের মত। মহারাষ্ট্রের রাজনীতি ও বিজেপির সঙ্গে নৈকট্যের চর্চা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (sanjay raut)।

 

কিছুদিন আগে মহারাষ্ট্র কংগ্রেসের একলা চল নীতি ঘোষণা ও এনসিপি প্রধান শারদ পাওয়ারের বিজেপি বিরোধী ঐক্য-বৈঠকের পর এবার নতুন রাজনৈতিক জল্পনা বাড়ছে মারাঠা মুলুকে। কেন্দ্রের সম্ভাব্য ক্যাবিনেট সম্প্রসারণের আগে প্রাক্তন এনডিএ শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে যেন নতুন করে সৌহার্দ্যের সুর লেগেছে। প্রশ্ন উঠছে, তবে কি ফের কাছাকাছি আসতে চলেছে বিজেপি-শিবসেনা? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে, এবং বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে প্রকাশ্যে এসব জল্পনা উড়িয়ে দিয়েছে দুই শিবিরই। শিবসেনা মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিজেপির সঙ্গে আমাদের এখন সৌজন্যমূলক সম্পর্ক। আমরা আগে জোটে ছিলাম, কিন্তু এখন না থাকলেও রাজনৈতিক সৌজন্য রয়েছে। এর অন্য অর্থ করা অমূলক। বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় টেনে আনেন বলিউড তারকা আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাওয়ের প্রসঙ্গ। সম্প্রতি এই দম্পতি নিজেদের ডিভোর্সবার্তা ঘোষণা করে বলেছেন, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্ধব ঠাকরের দলের নেতা এই দম্পতির তুলনা টেনেই সোমবার বলেন, বিজেপি ও শিবসেনার সম্পর্ক আসলে আমির খান ও কিরণ রাওয়ের মত। বিচ্ছেদের পরেও সৌহার্দ্য থাকে।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version