এক পরিত্যক্ত বাড়ি ভেতর থেকে প্রায় দশটি গোখরো সাপের বাচ্চা সহ ৩৫ টি ডিম উদ্ধার করলেন সর্প প্রেমী নিতাই হালদার। স্থানীয় সূত্রে জানা যায় মালদহ শহরের ঘোড়াপীর ঘোষ পাড়া এলাকার বাসিন্দা পরিমল ঘোষের বাড়ির ভেতরে প্রায় এক মাস আগে একটি গোখরো পূর্ণবয়স্ক সাপ দেখা দিয়েছিল। কিন্তু সেই সময় সাতটি ধরা যায়নি।
অবশেষে প্রায় এক মাস পর আবার আজ সকালে প্রথমে একটি গোখরো সাপের বাচ্চা দেখতে পাই পরিমল বাবু। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সর্প প্রেমী নিতাই হালদার কে। তিনি এসে একে একে মোট দশটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে বাড়ির ভেতর থেকে। পাশাপাশি বাড়ির ভেতর থেকে প্রায় (৩৫) টি সাপের ডিম উদ্ধার করে। সেই সাপ দেখতে এলাকার বহু মানুষ ছুটে আসে পরিমল বাবুর বাড়িতে। রীতিমতো সে এলাকায় সাপ কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ একের পর এক সাপ উদ্ধার করে চলেছেন স্বপ্নপ্রেমী নিতাই হালদার। এদিকে সর্প প্রেমী নিতাই হালদার জানান যে তিনি মালদহ শহর ছাড়াও তিনি বিভিন্ন প্রান্তে এইভাবে ছুটে চলেছেন সাপ ধরতে। কখনো মালদহ শহরে আবার কখনো মালদহ শহরের বাইরে সাপ ধরার নেশায় ছুটে চলেছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত।
আরও পড়ুন-দেশে করোনায় দৈনিক সংক্রমণ ৩ মাস পর নামলো ৪০ হাজারের তলায়
সেইমতো আজ সকালে তিনি খবর পান মালদহ শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায়। সেখানেও তিনি সাপ সহ প্রায় (৩৫)টি সাপের ডিম উদ্ধার করে। সাপ গুলি কে উদ্ধার করে নিয়ে যান নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার জন্য। তিনি আরো জানান যদি কখনো সাপ দেখতে পান তাহলে সাপকে না মেরে তাকে যেন খবর দেওয়া হয়। কারণ সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।