Tuesday, August 26, 2025

বিজেপি-শিবসেনার সম্পর্ক আমির-কিরণের মত, মন্তব্য সঞ্জয় রাউতের

Date:

বিজেপি (bjp) আর শিবসেনার (shiva sena) সম্পর্ক হল বলিউডের আমির খান ও কিরণ রাওয়ের মত। মহারাষ্ট্রের রাজনীতি ও বিজেপির সঙ্গে নৈকট্যের চর্চা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের (sanjay raut)।

 

কিছুদিন আগে মহারাষ্ট্র কংগ্রেসের একলা চল নীতি ঘোষণা ও এনসিপি প্রধান শারদ পাওয়ারের বিজেপি বিরোধী ঐক্য-বৈঠকের পর এবার নতুন রাজনৈতিক জল্পনা বাড়ছে মারাঠা মুলুকে। কেন্দ্রের সম্ভাব্য ক্যাবিনেট সম্প্রসারণের আগে প্রাক্তন এনডিএ শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে যেন নতুন করে সৌহার্দ্যের সুর লেগেছে। প্রশ্ন উঠছে, তবে কি ফের কাছাকাছি আসতে চলেছে বিজেপি-শিবসেনা? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে, এবং বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে প্রকাশ্যে এসব জল্পনা উড়িয়ে দিয়েছে দুই শিবিরই। শিবসেনা মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিজেপির সঙ্গে আমাদের এখন সৌজন্যমূলক সম্পর্ক। আমরা আগে জোটে ছিলাম, কিন্তু এখন না থাকলেও রাজনৈতিক সৌজন্য রয়েছে। এর অন্য অর্থ করা অমূলক। বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় টেনে আনেন বলিউড তারকা আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাওয়ের প্রসঙ্গ। সম্প্রতি এই দম্পতি নিজেদের ডিভোর্সবার্তা ঘোষণা করে বলেছেন, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্ধব ঠাকরের দলের নেতা এই দম্পতির তুলনা টেনেই সোমবার বলেন, বিজেপি ও শিবসেনার সম্পর্ক আসলে আমির খান ও কিরণ রাওয়ের মত। বিচ্ছেদের পরেও সৌহার্দ্য থাকে।

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version