Monday, December 1, 2025

একাধিক ব্যাঙ্কে বিভিন্ন পরিষেবার সার্ভিস চার্জ বাড়ল, পেনশনভোগীদের পাশে সরকার

Date:

Share post:

এসবিআই, আক্সিস ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, আইডিবিআই সহ একাধিক ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার মাশুল বৃদ্ধি করা হল। বৃদ্ধি পাচ্ছে চেক বই, ব্যাঙ্কিং এসএমএস চার্জ প্রভৃতি।

স্টেট ব্যাঙ্কের এটিএম ও ব্র্যাঞ্চ থেকে মোট চারবার বিনা শুল্কে টাকা তোলা যাবে। প্রথম চারবারের পর থেকে প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা মাশুল সহ জিএসটি দিতে হবে। সেই সঙ্গে বেসিক সেভিংস অ্যাকাউন্টের চেক বই নিলে প্রথম ১০টি পাতা বিনামূল্যে মিলবে। কিন্তু ১০ টির বেশি পাতা নিলে প্রথম ১০ পাতার পর প্রতি ১০ পাতার জন্য ৪০ টাকা, ২৫ পাতার জন্য ৭৫ টাকা অতিরিক্ত মাশুল দিতে হবে। এর সঙ্গে যুক্ত হবে প্রযোজ্য জিএসটি। তবে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে ১ জুলাই থেকে নূন্যতম ব্যালেন্স-এর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও ব্যাঙ্কিং পরিসেবা সংক্রান্ত এসএমএস এর জন্য প্রতি এসএমএস ২৫ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
আইডিবিআই ব্যাঙ্কের চেক বই এর জন্য চার্জ প্রযোজ্য হচ্ছে। প্রথম ২০টি পৃষ্ঠা বিনামূল্যে মিলবে। এরপর পাতা প্রতি ৫ টাকা মাশুল দিতে হবে গ্রাহককে।

এরই পাশাপাশি, দেশের ৬২ লক্ষ পেনশভোগীকে সুবিধা দিতে চলেছে কেন্দ্র। পেনশন স্লিপের জন্য আর তাঁদের বিভাগে আসতে হবে না। এবার থেকে মোবাইলেই চলে আসবে পেনশন স্লিপ। সরকার পেনশনভোগীদের জন্য Ease of Living-এর তরফে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মোবাইলেই পেনশন স্লিপ পাঠিয়ে পেনশনভোগীদের হয়রানি দূর করতে চাইছে সরকার। এই মর্মে ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ।
ব্যাঙ্ক এবার এই ব্যবস্থায় পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর এসএমএস বা ইমেল করে স্লিপ পাঠাতে পারবে। এর ফলে অনেকের সমস্যার সমাধান হবে।

প্রত্যেক মাসের পেনশন স্লিপে পেনশনের টাকা ও ট্যাক্স ডিডাকশন দেওয়া থাকবে। কেন্দ্রের তরফে ব্যাঙ্কগুলিকে এই বিষয়টি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি হিসেবে পূরণ করতে বলা হয়েছে। কারণ এর সঙ্গে ইনকাম ট্যাক্স, ডিয়ারনেস রিলিফ ও ডিয়ারনেস রিলিফ এরিয়ার যুক্ত রয়েছে।

spot_img

Related articles

সোনালি ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন ৬ জনের

জুন পেরিয়ে জুলাই। জুলাই থেকে একে একে পেরিয়ে গেল নভেম্বরও। আজও দেশে ফিরতে পারলেন না বেআইনিভাবে বাংলাদেশের পাঠিয়ে...

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার...

বিশ্ব এইডস্ দিবসে সচেতনতার বার্তা দিতে বিবেকের পক্ষ থেকে আলোচনা সভা

বিশ্ব এইডস্ (AIDS) দিবস উপলক্ষে বিবেকের পক্ষ থেকে জয়হিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন। মানুষের স্বার্থে দীর্ঘ ২৭ বছর...

বকেয়ার দাবি জানাতেই ‘জমিদার’ বিজেপি! সাত বছরের হিসাব তুলে প্রশ্ন অভিষেকের

বাংলার মানুষের দাবি আদায়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদরা। শীতকালীন অধিবেশনের আগে তৃণমূলের সেই হুঁশিয়ারিতে কী পায়ের তলার...