ধাক্কা সামলে এবার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৯৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২,৮৮০.০০ (⬆️ ০.৭৫%)

🔹নিফটি ১৫,৮৩৪.৩৫ (⬆️ ০.৭১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার এক ধাক্কায় ৩৯৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১১২ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৩৯৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৯৫.৩৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৮৮০.০০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১১২.১৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৩৪.৩৫।

 

Previous articleএকাধিক ব্যাঙ্কে বিভিন্ন পরিষেবার সার্ভিস চার্জ বাড়ল, পেনশনভোগীদের পাশে সরকার
Next articleনিমেষে ভাইরাল সায়নী ঘোষের টুইট, পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে এমন কী লিখলেন তৃণমূল নেত্রী