Wednesday, November 12, 2025

পরিস্থিতি মোকাবিলায় তৈরি ছিল জলকামান। ওয়াই চ্যানেলের কাছে মোতায়েন করা হয়েছিল পুলিশ। তৈরি রাখা হয়েছিল কুইক রেসপন্স টিমও। কোনও ভাবেই যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তৎপর ছিল পুলিশ । তবে বিজেপির ঘোষিত কলকাতা পুরসভা ঘেরাও অভিযান কার্যত সুপারফ্লপ।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর গেরুয়া শিবিরের প্রথম প্রতিবাদ মিছিলকে ছত্রভঙ্গ করে দিতে সফল হল পুলিশ।
রাজ্যে ভোটপরবর্তী হিংসা নিয়ে সে ভাবে কোনো প্রতিবাদ সংগঠিত করতে পারেনি বিজেপি। এ বার তারা হাতিয়ার করেছিল জাল টিকা-কাণ্ডকে। সেই ঘটনার প্রতিবাদেই এ দিন পুরসভা অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবির। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুলিশ এই অভিযানের অনুমতি দেয়নি।

সামনের সারিতে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্যান্য রাজ্য নেতারা। ছিল যুব মোর্চার কর্মী সমর্থকরা । কিন্তু দেখা মেলেনি বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের। মিডিয়ার ক্যামেরার সামনে যার মুখে ফুলঝুরি ছোটে, আসল সময়ে সেই তথাকথিত বঙ্গ বিজেপি নেতা কেন বেপাত্তা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাফাই করোনার কারণে স্থানীয় নেতাদের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কারণেই অনেক নেতা ইচ্ছে থাকলেও আজকের এই কর্মসূচিতে অংশ নেননি।

সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে বিজেপি-র মিছিল আটকালো পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সামান্য ধস্তাধস্তি হয় পুলিশের। তার পরেই একটি বাস এনে আটক করা হয় বিজেপি নেতা-কর্মীদের। আটক করা হয় বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীকে।কিছুক্ষণ প্রতিবাদের পরে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। অন্য দিকে মুরলীধর সেন লেনে পার্টি অফিসে ফিরে যান রাজ্য নেতারা। সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল শুরু করে পুলিশ । সবমিলিয়ে যত গর্জে ছিল তত বর্ষালো না বিজেপি ।আরও একটা সুপারফ্লপ কর্মসূচির সাক্ষী থাকল শহর।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version