Wednesday, August 27, 2025

কোবিন্দের কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি তৃণমূলের 

Date:

রাষ্ট্রপতির কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। সোমবার, রাইসিনা হিলে দুপুর সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধিদল। তারপরেই সাংবাদিক বৈঠক করে সুখেন্দুশেখর রায় প্রশ্ন তোলেন, সলিসিটর জেনারেল (SG) তুষার মেহতার (Tushar Mehta) বাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যাওয়ার সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? তা হলে কি কোনওভাবে কারচুপি করা হয়েছে? এদিন রাইসিনায় গিয়ে তুষার মেহতার অপসারণের দাবি করে তৃণমূল প্রতিনিধিদল।

 

দিল্লিতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টিকে নিয়ে সরব হয় রাজ্যের শাসকদল। তুষার মেহতা-শুভেন্দুর ছবি ঘিরে একাধিক প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। নারদ মামলায় সিবিআইয়ের হয়ে লড়ছেন তুষার মেহতা। আর সেই নারদের স্টিং অপারেশেনের ফুটেজেই শুভেন্দুকেও দেখা গিয়েছে। তাহলে কেন ‘অভিযুক্ত’ সলিসিটর জেনারেলের বাড়িতে? প্রশ্ন তোলে তৃণমূল। তুষার মেহতা বিজেপির ‘সিক্রেট জেনারেল’, দেশের ‘সলিসিটার জেনারেল’ নন, কড়া টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, নিজের দুর্বল যুক্তির সপক্ষে নিজের বাড়িরই সিসিটিভি (Cctv) ফুটেজ এখনও প্রকাশ করতে পারলেন না তুষার মেহতা। যদিও শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের কথা উড়িয়ে দিয়েছেন তুষার মেহতা।

 

এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরে এবার রাষ্ট্রপতির কাছে দরবার করল তৃণমূল প্রতিনিধিদল। বেরিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, ”সলিসিটর জেনারেলের ব্যাখ্যা আমাদের সন্তোষজনক মনে হয়নি। তাঁর নিজেরই উচিত, পদ ছেড়ে দেওয়া। সেই কারণেই আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁর অপসারণের দাবি জানিয়েছি”।

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version