Thursday, December 25, 2025

তুষারকে বিঁধলেন অভিষেক: উনি বিজেপির সিক্রেট জেনারেল, দেশের SG নন

Date:

Share post:

নারদ ও সারদা তদন্তের অন্যতম অভিযুক্ত বিজেপির শুভেন্দু অধিকারী (suvendu adhikari) চলে গেলেন দেশের সলিসিটার জেনারেল (SG) তথা এই দুই মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার (tushar mehta) বাড়ি। ৩০ মিনিট থাকলেন। পরে প্রবল বিতর্কের মুখে এসজি সাফাই দিলেন, বিনা অ্যাপয়েন্টমেন্টেই নাকি তাঁর বাড়ি চলে এসেছিলেন শুভেন্দু। তিনি শুধু চা খাইয়েই বিদায় করে দিয়েছেন! দেশের সলিসিটর জেনারেলের এমন সরল স্বীকারোক্তির পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) দাবি তোলেন, তুষারের বাড়িতে শুভেন্দু থাকাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক। কারণ সিবিআই মামলার এক অভিযুক্তের সিবিআইয়ের আইনজীবীর বাড়ি চলে যাওয়া কোনও সাধারণ বিষয় নয়। এটি স্পষ্টতই স্বার্থের সংঘাত। বিনা অ্যাপয়েন্টমেন্টে কেউ এভাবে সলিসিটর জেনারেলের বাড়ি ঢুকতে পারেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। সিসিটিভির ফুটেজ প্রকাশের দাবি নিয়ে তুষার মেহতা নীরব থাকায় তিনদিন পর ফের এই বিষয়ে কড়া টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সোমবার টুইটে অভিষেক বলেন, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও মাননীয় সলিসিটল জেনারেল তুষার মেহেতা নিজের বক্তব্যের সমর্থনে কুড়ি মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে ব্যর্থ হয়েছেন। দুর্বল আত্মপক্ষ সমর্থন করেছেন আপনি মিস্টার সলিসিটর জেনারেল। আপনি বিজেপির সিক্রেট জেনারেল, ভারতের সলিসিটর জেনারেল নন। অভিষেক টুইটে লিখেছেন: Even after 72 hours, Mr Tushar Mehta, Hon’ble SG of India, has failed to release the 20 mins of CCTV footage of his OWN HOUSE to corroborate his OWN STATEMENT.

Mr SG, with such weak defence you can continue serving as @BJP4India’s SECRET GENERAL, not INDIA’S SOLICITOR GENERAL.

প্রসঙ্গত, দিল্লিতে শুভেন্দু অধিকারী ও তুষার মেহতার বৈঠকের কথা প্রকাশ্যে আসতেই সলিসিটর জেনারেলের বাসভবনে শুভেন্দুর গাড়ি ঢোকার ভিডিও টুইটারে তুলে দিয়েছিলেন দিয়েছিলেন অভিষেক। লিখেছিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছেন তুষার মেহেতা। সেটা তখনই বিশ্বাস করা সম্ভব যখন তুষার মেহেতা নিজের বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ প্রকাশ্য আনবেন। কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শুভেন্দু অধিকারীর সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করতে যাওয়ার যুক্তি যে অবিশ্বাস্য এবং অসম্ভব তাও বুঝিয়ে দেন তৃণমূলের শীর্ষ নেতা।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...