Tuesday, November 4, 2025

ফের দেবাঞ্জনকাণ্ডের ছায়া! এবার নীল বাতি গাড়ি-সহ গ্রেফতার ভুয়ো CBI অফিসার

Date:

দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের শহরে গ্রেফতার আরও এক ভুয়ো সিবিআই অফিসার। সোমবার রাতে সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তের নাম সনাতন রায়চৌধুরী। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআই স্টিকার লাগানো নীল বাতি লাগানো গাড়ি। ওই গাড়িটিই সনাতন ব্যবহার করতেন। পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের  স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রের খবর,  বরাহনগর এলাকার বাসিন্দা সনাতন কলকাতা হাইকোর্টের আইনজীবী। নিজেকে রাজ্য সরকারের বিশেষ প্রতিনিধি ও সিবিআই-এর কৌঁসুলি বলে পরিচয় দিতেন সনাতন। গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। সোমবার গড়িয়াহাট এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি দখল করতে এসেছিলেন সনাতন। প্রতারণার অভিযোগ পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে প্রথমে আটক করা হয়। ঘটনার তদন্ত করার পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত , ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কাণ্ড সামনে আসার রাজ্যে উঠে আসছে একের পর এক ভুয়ো অফিসারের নাম। সোমবারই নদিয়ায় ভুয়ো সিআইডি অফিসারের হদিশ মিলেছে। ওই মহিলা অফিসারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ চাকা প্রতারণার অভিযোগও উঠেছে। সনাতনও আর কোনরকম অপকর্মের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version