কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রকে কলকাতায় এনে CBI জেরা করতে চায়৷ এই জেরাতেই বেরিয়ে আসবে এই দুই কাণ্ডের পিছনে কারা কারা যুক্ত রয়েছে৷ তাই বিনয় মিশ্রকে CBI হেফাজতে নিতে চায়৷

আরও পড়ুন-মদন মিত্রকে রেস্তোরাঁয় হেনস্থা, ধৃতের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

বিনয় মিশ্র মামলায় মঙ্গলবার হাইকোর্টে CBI-এর আইনজীবী এই সওয়ালের পাশাপাশি জানান, এই দুই কেলেঙ্কারির পিছনে একটি ষড়যন্ত্র কাজ করেছে। বিনয় মিশ্রর আরও একটি ডায়েরি CBI-এর হাতে এসেছে৷ সেখানে কিছু নাম রয়েছে৷ এছাড়াও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন নামে যে টাকা জমা পড়েছে, তার স্লিপও পাওয়া গিয়েছে৷ এই সব বিষয় জানতেই বিনয়কে মুখোমুখি জিজ্ঞাসা করা দরকার৷
