Friday, December 26, 2025

রাজ্যপালের সই করা শংসাপত্র দেখিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনখড়ের (governor of West Bengal Jagdeep dhankhar) সই করা শংসাপত্র এবং ছবি লাগানো কাগজ দেখিয়ে কেন্দ্র সরকারের চাকরি (Central Government job) পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ যুবক যুবতীকে প্রতারণার অভিযোগ উঠল। জানা গিয়েছে ওই সংস্থা বেকার যুবক-যুবতীদের কেন্দ্র সরকারি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তাদের সংস্থায় মোটা টাকার বিনিময়ে প্রশিক্ষণ নিতে বাধ্য করতো। অভিযোগ, ‘ফিউচার ইন্ডিয়া’ (future India, a fake organisation) নামে ওই সংস্থাটি গত প্রায় তিন বছর ধরে সারা রাজ্য জুড়ে তিন হাজারেরও বেশি যুবক-যুবতীর থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে।

প্রতারিত যুবক-যুবতীদের থেকে জানা গিয়েছে, ২০১৮ সালে কেন্দ্র সরকারের রোড সেফটি অর্গানাইজেশনের নামে জাতীয় সড়ক নিরাপত্তা তদারকির সরকারি চাকরি দেওয়ার নামে কারও থেকে ৮০ হাজার টাকা, কারোর থেকে ১০ হাজার টাকা, কারও থেকে আবার ৫০ হাজার টাকা নিয়েছিল ‘ফিউচার ইণ্ডিয়া’ নামে ওই ভুয়ো সংস্থাটি। জানা গিয়েছে সংস্থার তরফে দাবি করা হতো, তাদের প্রতিষ্ঠানে বেশ টাকা দিয়ে প্রশিক্ষণ নিলেই নিশ্চিত চাকরি মিলবে। অভিযোগ, কেন্দ্রীয় পরিবহন দফতর ও জাতীয় সড়ক সুরক্ষা নিগমে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রতারকেরা। আর তাদের প্রতিশ্রুতি যে মিথ্যা নয় তা প্রমাণ করতেই রাজ্যপালের ছবিও সই লাগানো শংসাপত্র গুলি তারা দেখাতো।

 

মেমারির অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিং রায় জানিয়েছেন, আর্থিক প্রতারণার ঘটনায় ইতিমধ্যেই সংস্থার আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। শুধু মেমারি নয়, অন্য জেলার একাধিক যুবক-যুবতী এই প্রতারণার শিকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা। ৭টি মোবাইল, দুটি রেজিস্টার ও চারটি স্ট্যাম্প উদ্ধার হয়েছে। সেইসঙ্গে রাজ্যপালের ছবি লাগানো এবং সই করা বেশ কিছু শংসাপত্র উদ্ধার হয়েছে । যদিও প্রতারকদের কাছে রাজ্যপালের সই করা শংসাপত্রগুলি কীভাবে এল তা নিয়ে রীতিমতো ধন্দে পুলিশ । ধৃতদের প্রাথমিকভাবে জেরায় জানা গিয়েছে, তাদের মূল অফিস নিমতায়। যদিও ধৃতরা পুলিশকে সত্য জানিয়েছে নাকি পুলিশকে বিভ্রান্ত করার জন্য ভুল তথ্য দিচ্ছে তা জানা যায়নি এখনো। পুলিশ জানিয়েছে তদন্ত সবে শুরু হয়েছে।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...