Thursday, August 21, 2025

“মরে গেলেও পিছিয়ে আসব না”- কেন হুঙ্কার দিলেন শীর্ণকায় লালু?

Date:

“মরে গেলেও আমরা পিছিয়ে আসব না৷”- প্রায় সাড়ে তিন বছর পরে জেল মুক্তির পরে বিহারের নীতীশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে হুঁশিয়রি দিলেন আরজেডি (Rjd) সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৷ আরজেডি-র 25 বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। পুত্র তেজস্বীর (Tejaswi Yadav) ভূয়সী প্রশংসা করেন লালু। তাঁর কথায়, তেজস্বী যে এত ভালো নেতৃত্ব দেবেন, তা তিনি আশা করিনি৷ দলের ব্যাটন নিরাপদ হাতে রয়েছে বলে মত আরজেডি প্রধানের৷ লালুর দাবি, স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী না থাকলে জেলেই হয়তো তাঁর মৃত্যু হত৷

তবে, এদিন লালুর বক্তৃতার আগাগোড়াই নিশানায় ছিল নীতিশ কুমারের (Nitin Kumar) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তিনি বলেন, করোনার (Corona) ধাক্কায় দেশের অর্থনীতি সঙ্কটে৷ এখন দেশের সাম্প্রদায়িক একতাকে নষ্ট করার চেষ্টা চলছে৷ অযোধ্যার পর এবার মথুরা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে৷ দুর্নীতি এবং করোনা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নীতীশ সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

পশুখাদ্য কেলেঙ্কারিতে প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পান অভিযুক্ত লালুপ্রসাদ৷ জেলবন্দি অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে পাটনা এবং পরে দিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর চেহারা অনেক শীর্ণ হয়েছে৷ মাঝেমধ্যে কথাও জড়িয়ে যাচ্ছিল৷ আপাতত দিল্লিতে মেয়ে মিসা ভারতীর বাড়িতে রয়েছেন লালুপ্রসাদ৷ লালুর দাবি, সুস্থ হয়ে খুব শিগগিরই বিহারে ফিরবেন তিনি৷ রাজ্যে ক্ষমতায় আরও জোরালো ভাবে ফিরে আসবে আরজেডি৷

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version