গৌড় চন্দ্র মণ্ডলকে সভাধিপতি পদ থেকে ইস্তফার নির্দেশ বিজেপির

মালদা ( Maldah) জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডলকে সভাধিপতি পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিল বিজেপি। 8 জুলাই সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ডাকে তৃণমূল। সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সম্প্রতি এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি। এর পর বিজেপি দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত।

গত বিধানসভা নির্বাচনের আগে সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানান, গৌড়

চন্দ্র মন্ডলকে পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যদি অনাস্থা হয় তা হলে তৃণমূল জেলা পরিষদ গঠন করবে বলে জানান তৃণমূলের মালদা জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।