Saturday, August 23, 2025

অনিরুদ্ধকে নিয়ে বেজায় আহ্লাদিত দিনহাটা৷ লন্ডনের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেলেন দিনহাটার কৃতি ছাত্র অনিরুদ্ধ দাস। দিনহাটা শহরের মদনমোহন এলাকায় তার বাড়ি। দিনহাটার গোপালনগর হাই স্কুল, শোনিদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকের পর এবিএন শীল কলেজ থেকে স্নাতক হয়ে খড়গপুর আইআইটি থেকে এমএসসি করেন তিনি । খড়গপুর আইআইটি ও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পিএইচডি করার সুযোগ পেয়েছেন তিনি । বাবা প্রবীর রঞ্জন দাস একজন ওষুধ ব্যবসায়ী। মা অঞ্জনা দাস গৃহবধূ। দিনহাটার এই কৃতী ছাত্রকে এদিন সম্বর্ধনা দিল সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা। আজ তাদের বাড়িতে গিয়ে তার হাতে মানপত্র তুলে দেওয়া হয়। ছাড়াও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষক সিদ্ধেশ্বর সাহা বলেন, তার ছাত্র-ছাত্রীদের দীপঙ্কর সাহা, ধৃতিমান চৌধুরী, শুভ্রদীপ সাহা, সৌম্যদীপ সাহা প্রমুখদের নিয়ে গিয়ে কৃতি ছাত্রের সাথে আলাপ করিয়ে দেওয়ার সুযোগ করে দেন। দিনহাটার এই কৃতী অনিরুদ্ধর সাফল্যের কথা তার কাছেই জানতে পেরে এতে ছাত্র-ছাত্রীরাও আরো বেশি সমৃদ্ধ হবে। কৃতী অনিরুদ্ধ জানান তিনি খুব খুশি এধরনের সুযোগ পেয়ে। ছাত্রছাত্রীদের জন্য তিনি বলেন, মন দিয়ে পাঠ্যবই পড়তে হবে৷ যখন পড়তে মন চাইবে তখন পড়তে বসতে হবে৷ তবেই জীবনের সব পরীক্ষায় সাফল্য আসবে৷

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version