Thursday, November 6, 2025

বার কাউন্সিলের সিদ্ধান্তেই সুপ্রিম কোর্টে চিঠি, চেয়ারম্যানের সওয়াল হাইকোর্টে

Date:

করোনা- আবহে রাজ্য বার কাউন্সিলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্য একযোগে প্রস্তাব গ্রহণ করেছিলেন, কাউন্সিলের যে কোনও সিদ্ধান্ত পদাধিকার বলে একা নিতে পারবেন চেয়ারম্যান৷ গত ১৮ জুন ২০২১ এই সিদ্ধান্ত গ্রহণ করেন বার কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য।

আর গৃহীত সেই প্রস্তাব অনুসারেই কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছিলেন৷ এই কাজ কখনই বার কাউন্সিলের নিয়ম-নীতি বহির্ভূত নয়৷

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যাণ্ডনের এজলাশে অশোক দেবের কৌঁসুলি এই সওয়াল করেছেন৷ পাশাপাশি বলেছেন, এই এই মামলা কোনও অবস্থাতেই জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে অশোক দেব দিনকয়েক আগে দেশের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপসারণ দাবি করেন৷ কাউন্সিলের ৩-৪ জন সদস্য পাল্টা দাবি করেন, এই সিদ্ধান্ত বার কাউন্সিলের নয়৷ কাউন্সিলের সদস্যরা সহমত হয়ে এই প্রস্তাব নেননি৷ অশোক দেবের ওই চিঠির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়।

ওই মামলার শুনানিতেই অশোক দেবের আইনজীবী আদালতে এই সওয়াল করেছেন৷ একইসঙ্গে আদালতে জানানো হয়েছে, ৫ জুলাই বার কাউন্সিলের সদস্যরা পূর্বগৃহীত প্রস্তাব ও সিদ্ধান্তে ফের সহমত পোষণ করেছেন৷ সুতরাং বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব কাউন্সিলের নিয়মবিরুদ্ধ কোনও কাজই করেননি৷ ফলে এই মামলারও কোনও ভিত্তি নেই৷

 

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version