Thursday, August 21, 2025

চিটফান্ড-মালিকদের সশরীরে হাইকোর্টে পেশ করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বেনজির পদক্ষেপ কলকাতা হাইকোর্টের !

বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় এবার চিটফান্ড-মালিকদের বক্তব্য শুনতে চান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ এই প্রক্রিয়ায় প্রথমেই হাইকোর্টে তলব করা হয়েছে ৪টি চিটফাণ্ডের মালিককে ৷ এই ৪ সংস্থা হলো, MPS, গুলশান গ্রুপ অব কোম্পানিজ, আইনোভা প্রিমিয়ার অ্যাগ্রো এবং ফিডেক্স ইন্ডাস্ট্রি৷ এই ৪ সংস্থার মধ্যে একমাত্র MPS-কর্তা জেল হেফাজতে রয়েছেন৷ বাকি ৩ সংস্থার মালিকরা হেফাজতে নেই৷

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই ৪ চিটফাণ্ডের মালিকদের পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করাতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ADG- CID-কে নির্দেশ দিয়েছেন৷

এদিন এ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, “দিনের পর দিন চিটফান্ডের মামলা চললেও মালিকপক্ষের তরফে কেউ আদালতে হাজির হননা৷ তাঁদের বক্তব্য বা মতামত জানা যাচ্ছেনা৷ মালিকদের ধারাবাহিক অনুপস্থিতির কারণে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত পাওয়ার বিষয়টি অন্ধকারেই থেকে যাচ্ছে। সুতরাং চিটফাণ্ড- মালিকদের বিশদ বক্তব্য জানা প্রয়োজন৷”

আরও পড়ুন-কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে রাজ্যে এনে মুখোমুখি জেরা করতে চায় CBI

এরপরেই হাইকোর্ট জানায়, পুলিশকে MPS- সহ ৪টি চিটফান্ডের মালিকদের যেখান থেকে সম্ভব এনে আগামী শুনানিতে হাইকোর্টে হাজির করাতে হবে৷ হাইকোর্টের এই নির্দেশের ফলে ওই ৪ চিটফাণ্ডের মালিকদের আগামী শুনানির দিনগুলিতে হাজির করতে হবে পুলিশকে। হাইকোর্ট সূত্রের খবর, ওই ৪ চিটফাণ্ডের মধ্যে একমাত্র MPS-এর তরফে কোনও আইনজীবী অনিয়মিত হলেও আদালতে হাজিরা দেন৷ অন্যদের তরফে কেউই থাকেন না।

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মামলার শুনানি এভাবে একপেশে হয়েই চললে আমানতকারীদের ক্ষতিপূরণ পাওয়ার কোনও সুযোগ কোনওদিনই আসবে না৷ তাই পুলিশ প্রশাসনকে অভিযুক্ত অর্থলগ্নি সংস্থাগুলির মালিকদের একে একে হাজির করাতে হবে আদালতে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...