Friday, August 22, 2025

চিটফান্ড-মালিকদের সশরীরে হাইকোর্টে পেশ করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

Date:

বেনজির পদক্ষেপ কলকাতা হাইকোর্টের !

বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় এবার চিটফান্ড-মালিকদের বক্তব্য শুনতে চান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ এই প্রক্রিয়ায় প্রথমেই হাইকোর্টে তলব করা হয়েছে ৪টি চিটফাণ্ডের মালিককে ৷ এই ৪ সংস্থা হলো, MPS, গুলশান গ্রুপ অব কোম্পানিজ, আইনোভা প্রিমিয়ার অ্যাগ্রো এবং ফিডেক্স ইন্ডাস্ট্রি৷ এই ৪ সংস্থার মধ্যে একমাত্র MPS-কর্তা জেল হেফাজতে রয়েছেন৷ বাকি ৩ সংস্থার মালিকরা হেফাজতে নেই৷

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই ৪ চিটফাণ্ডের মালিকদের পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করাতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ADG- CID-কে নির্দেশ দিয়েছেন৷

এদিন এ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, “দিনের পর দিন চিটফান্ডের মামলা চললেও মালিকপক্ষের তরফে কেউ আদালতে হাজির হননা৷ তাঁদের বক্তব্য বা মতামত জানা যাচ্ছেনা৷ মালিকদের ধারাবাহিক অনুপস্থিতির কারণে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত পাওয়ার বিষয়টি অন্ধকারেই থেকে যাচ্ছে। সুতরাং চিটফাণ্ড- মালিকদের বিশদ বক্তব্য জানা প্রয়োজন৷”

আরও পড়ুন-কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে রাজ্যে এনে মুখোমুখি জেরা করতে চায় CBI

এরপরেই হাইকোর্ট জানায়, পুলিশকে MPS- সহ ৪টি চিটফান্ডের মালিকদের যেখান থেকে সম্ভব এনে আগামী শুনানিতে হাইকোর্টে হাজির করাতে হবে৷ হাইকোর্টের এই নির্দেশের ফলে ওই ৪ চিটফাণ্ডের মালিকদের আগামী শুনানির দিনগুলিতে হাজির করতে হবে পুলিশকে। হাইকোর্ট সূত্রের খবর, ওই ৪ চিটফাণ্ডের মধ্যে একমাত্র MPS-এর তরফে কোনও আইনজীবী অনিয়মিত হলেও আদালতে হাজিরা দেন৷ অন্যদের তরফে কেউই থাকেন না।

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মামলার শুনানি এভাবে একপেশে হয়েই চললে আমানতকারীদের ক্ষতিপূরণ পাওয়ার কোনও সুযোগ কোনওদিনই আসবে না৷ তাই পুলিশ প্রশাসনকে অভিযুক্ত অর্থলগ্নি সংস্থাগুলির মালিকদের একে একে হাজির করাতে হবে আদালতে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version