Thursday, November 6, 2025

চিটফান্ড-মালিকদের সশরীরে হাইকোর্টে পেশ করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

Date:

বেনজির পদক্ষেপ কলকাতা হাইকোর্টের !

বেআইনি অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় এবার চিটফান্ড-মালিকদের বক্তব্য শুনতে চান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ এই প্রক্রিয়ায় প্রথমেই হাইকোর্টে তলব করা হয়েছে ৪টি চিটফাণ্ডের মালিককে ৷ এই ৪ সংস্থা হলো, MPS, গুলশান গ্রুপ অব কোম্পানিজ, আইনোভা প্রিমিয়ার অ্যাগ্রো এবং ফিডেক্স ইন্ডাস্ট্রি৷ এই ৪ সংস্থার মধ্যে একমাত্র MPS-কর্তা জেল হেফাজতে রয়েছেন৷ বাকি ৩ সংস্থার মালিকরা হেফাজতে নেই৷

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই ৪ চিটফাণ্ডের মালিকদের পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করাতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ADG- CID-কে নির্দেশ দিয়েছেন৷

এদিন এ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, “দিনের পর দিন চিটফান্ডের মামলা চললেও মালিকপক্ষের তরফে কেউ আদালতে হাজির হননা৷ তাঁদের বক্তব্য বা মতামত জানা যাচ্ছেনা৷ মালিকদের ধারাবাহিক অনুপস্থিতির কারণে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত পাওয়ার বিষয়টি অন্ধকারেই থেকে যাচ্ছে। সুতরাং চিটফাণ্ড- মালিকদের বিশদ বক্তব্য জানা প্রয়োজন৷”

আরও পড়ুন-কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে রাজ্যে এনে মুখোমুখি জেরা করতে চায় CBI

এরপরেই হাইকোর্ট জানায়, পুলিশকে MPS- সহ ৪টি চিটফান্ডের মালিকদের যেখান থেকে সম্ভব এনে আগামী শুনানিতে হাইকোর্টে হাজির করাতে হবে৷ হাইকোর্টের এই নির্দেশের ফলে ওই ৪ চিটফাণ্ডের মালিকদের আগামী শুনানির দিনগুলিতে হাজির করতে হবে পুলিশকে। হাইকোর্ট সূত্রের খবর, ওই ৪ চিটফাণ্ডের মধ্যে একমাত্র MPS-এর তরফে কোনও আইনজীবী অনিয়মিত হলেও আদালতে হাজিরা দেন৷ অন্যদের তরফে কেউই থাকেন না।

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মামলার শুনানি এভাবে একপেশে হয়েই চললে আমানতকারীদের ক্ষতিপূরণ পাওয়ার কোনও সুযোগ কোনওদিনই আসবে না৷ তাই পুলিশ প্রশাসনকে অভিযুক্ত অর্থলগ্নি সংস্থাগুলির মালিকদের একে একে হাজির করাতে হবে আদালতে।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version