Saturday, May 3, 2025

জীবিতের ডেথ সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেট দিল শহর কলকাতার লেকটাউনের এক নামী বেসরকারি হাসপাতাল।
কিন্তু কী করে তা সম্ভব হল ? এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

জানা গিয়েছে, হাওড়া ডোমজুড়ের সলপের বাসিন্দা উদয় শংকর চোঙদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার হৃদরোগের সমস্যা ছিল। তাঁকে প্রথমে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে তার অবস্থার অবনতি হওয়ায়, তাকে স্থানান্তরিত করার নির্দেশ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী লেকটাউনের এক বেসরকারি হাসপাতাল ড্যাফোডিলে গত ৫ জুলাই তাকে ভর্তি করা হয় ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে , তিনি দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন এবং তাদেরকে গতকাল ৭জুলাই বিকেলে হাসপাতাল থেকেই ফোন করে জানানো হয় যে রোগী মারা গেছেন। তড়িঘড়ি তারা হাসপাতালে হাজির হন মৃতদেহ নেওয়ার জন্য । কিন্তু তাদের ৬ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ মৃতের পুত্রের ।
এরপর সার্টিফিকেট হাতে দিয়ে তাদের যে দেহটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তুলে দেওয়া হয়, তাতে পরিজনরা দেখেন যে তাদের প্রিয় মানুষটি নয় অন্য একজনের মৃতদেহ তাদের দেওয়া হয়েছে ।এই ঘটনায় প্রথমে তারা হতবাক হয়ে যান। তারা প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়েন ।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, টেলিফোন নম্বরের গোলযোগের জেরেই এই বিভ্রাট। কিন্তু পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের এই সাফাই মানতে নারাজ। তাদের বক্তব্য, এমন চূড়ান্ত গাফিলতির নিদর্শন রাখল যে হাসপাতাল সেই হাসপাতাল কর্তৃপক্ষের জন্য কোন শাস্তির ব্যবস্থা হবে? কেন একজন জীবিত মানুষকে মৃত বলে চালিয়ে দেওয়া হবে হাসপাতালের তরফ থেকে? তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন এবং এরই পাশাপাশি তারা চান, এই ঘটনা যেন অন্য কারও ক্ষেত্রে না ঘটে।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version