আইসিসি’র ওয়ান-ডে র্যাঙ্কিংয়ে (ICC ODI Rank) সদ্য প্রকাশিত তালিকায় প্রত্যাশা মতোই ভারতের দুই তারকা ক্রিকেটার। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর ডেপুটি রোহিত শর্মা (Rohit Sharma) জায়গা করে নিয়েছেন। বিরাট রয়েছেন দ্বিতীয় স্থানে ও রোহিত তিনে। তবে শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম (Babar Azam)।
আরও পড়ুন-মধ্যরাতে নিজের বাসভবনে খুন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজে
টি-২০ র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থান ধরে রাখতে সফল ভারত অধিনায়ক বিরাট কোহলি। এক ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে আছেন লোকেশ রাহুল। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান দখলে রেখেছেন যথাক্রমে অ্যারন ফিনচ, বাবর আজম, ডেভন কনওয়ে।