Friday, August 22, 2025

সনাতনকাণ্ডে এবার বিজেপিকে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ, চিঠি যাবে কেন্দ্রীয় মন্ত্রকেও

Date:

নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলে দাবি করা সনাতন রায়চৌধুরীকে (Sanatan Raychowdhury) যতই জেরা করা হচ্ছে ততই মিলছে চাঞ্চল্যকর তথ্য। এবার তাঁর সম্পর্কে জানতে বিজেপিকে (Bjp) চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। একইসঙ্গে চিঠি পাঠানো হবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকে।

রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের (Cbi) কৌঁসুলি পরিচয়ে গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেনস এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন সনাতন রায়চৌধুরী। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারী অফিসারদের। তাঁর কাছে ২০১৪ সালের বিজেপির প্রাথমিক সদস্য পদের রসিদ পাওয়া যায়।প্রতারণার কাজে দলের কারও সঙ্গে যোগাযোগ ছিল কি না সেই বিষয়ের কিনারা করতেই এবার বিজেপিকে চিঠি দেবে কলকাতা পুলিশ।

জেরায় সনাতন জানান, ভারতের প্রতিনিধি হয়ে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ব্রিকসের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। জেরায় ধৃত দাবি করেন, ২০১৩-তে ভারতের প্রতিনিধি হিসেবে টোকিওয় ইন্দো-জাপান বিজনেস সামিটেও অংশ নিয়েছিলেন। এছাড়াও আরও বেশ কিছু দেশে তিনি ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন সনাতন। কোন কোন দেশে গিয়েছিলেন তিনি, পাসপোর্ট খতিয়ে দেখে, তারই সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা। এই তথ্য পাওয়ার পরেই স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-মধ্যরাতে নিজের বাসভবনে খুন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজে

পুলিশ সূত্রে খবর, সনাতনের দুটো ইমেল আইডি থেকেও প্রচুর তথ্য মিলেছে। কেন্দ্র ও রাজ্যের একাধিক সরকারি এজেন্সির সঙ্গে ইমেলে যোগাযোগ রাখতেন সনাতন। সেইসব নথি পরীক্ষা করা হচ্ছে। আদালতেও সেই তথ্য জমা দেওয়া হয়েছে।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version