Monday, August 25, 2025

কেন ১৫ অগাস্ট পর্যন্ত নতুন মন্ত্রীদের দিল্লিতে থাকার নির্দেশ দিলেন মোদি?

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করেছেন। তারপরই তিনি স্পষ্ট জানিয়েছেন, যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন তাঁরা যেন ১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতেই (Delhi) থাকেন।

সূত্রের খবর, শীর্ষ নেতৃত্ব সমস্ত মন্ত্রীদের দিল্লিতে থাকতে এবং নিজের নিজের মন্ত্রকের কাজ বুঝে নিতে বলেছে। এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে বলেছেন। জানা গিয়েছে, নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার দলীয় সদর দফতরে গিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) সঙ্গে দেখা করবেন।

বিজেপির রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবসেনা এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নারায়ণ রানে এবং অসমের হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে আসা সর্বানন্দ সোনোওয়াল সহ ৩৬ জন নতুন মুখ কেন্দ্রীর সরকারের অংশ হয়েছেন।

আরও পড়ুন-মন্ত্রী হয়েই বার্লা বললেন ‘বাংলায় আতঙ্ক- সন্ত্রাস চলছে’, উত্তরে সৌগত’র মন্তব্য, ‘উনি মূর্খ’

কোন কোন মন্ত্রীরা আজ মন্ত্রকে গিয়ে কাজ বুঝেনিলেন?

১) অশ্বিনী বৈষ্ণব রেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি মন্ত্রকের কাজ বুঝলেন।

২) অনুরাগ ঠাকুর তথ্য সম্প্রচার, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন।

৩) মনসুখ মাণ্ডবীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন।

৪) দর্শন বিক্রম জর্দোশ রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৫) ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৬) কিরেন রিজিজু আইন ও বিচারমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

৭) জি কিষাণ রেড্ডি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের দায়িত্ব নেন।

৮) নারায়ণ রানে MSME মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নতুন মন্ত্রীদের নরেন্দ্র মোদি নির্দেশ দেন “১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতে থাকুন। কাজকর্ম দেখে নিন। কোনওরকম উৎসব নয়। মন্ত্রকেই থাকুন, কাজকর্ম বুঝে নিন। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি। পারফরম্যান্সে জোর দিন”।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version