Wednesday, August 20, 2025

উত্তরের ৪ জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

Date:

নিশীথ প্রামাণিক আর জন বার্লাকে মন্ত্রী করে রাজ্যের তৃণমূল সরকারকে উত্যক্ত করতে চাইছে মোদি সরকার-এমনটাই মত রাজনৈতিক মহলের। তার পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূলও (Tmc)। খুব শীঘ্রই উত্তরের ৪ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি Jalpaiguri), দার্জিলিং (Darjeeling) এবং আলিপুরদুয়ার (Alipurduar)- এই চারজেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক।

বিধানসভা নির্বাচনে এই চার জেলায় ভালো ফল করেনি তৃণমূল। তার উপর বাংলাভাগে অপপ্রচার চালাচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রীরা। সূত্রের খবর, সেই কারণে এই জায়গাগুলির উপরে জোর দিচ্ছে শাসকদলও। বৈঠকে থাকার কথা রয়েছে- রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh), পার্থপ্রতিম রায় (Parthapratim Ray), গৌতম দেব (Goutam Dev), সৈকত চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, অভিজিত দে ভৌমিক-সহ ১৬জন নেতা। বৈঠকের দিন সম্পর্কে এখনো জানানো না হলেও তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

বিধানসভা নির্বাচনের আগেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মতোই উত্তর থেকে দক্ষিণ ভোট প্রচারে ঘুরে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে গিয়ে বেশ কয়েকদিন থেকে আলাদাভাবে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বাড়িয়েছেন জনসংযোগ। এখন তাঁর কাঁধে নতুন দায়িত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হলেও, উত্তরের কাঁটা রয়েই গিয়েছে। তার উপর কোচবিহার এবং আলিপুরদুয়ারের দুই সাংসদকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই দুজনে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছেন। এই পরিস্থিতিতে দলের ঐক্য অক্ষুন্ন রাখতে এবং সংগঠনকে মজবুত করতে অভিষেকের বৈঠক বলে সূত্রের খবর।

Related articles

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...
Exit mobile version