Wednesday, December 17, 2025

বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!

Date:

শপথ গ্রহণের পর বলেছিলেন, “আপাতত বিতর্কে জড়াতে চাই না”। তবে সেটা ছিল নিতান্ত সাময়িক প্রতিক্রিয়া। তারপরেই ফের উত্তরবঙ্গ ভাগের দাবিতে সরব হলেন জন বার্লা (John Barla)। আর সরাসরি বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতাও করলেন না আরেক প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তবে, এই বিষয়ে এখনও নিজেদের অবস্থানে একই আছেন বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বের। বার্লা-নিশীথদের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ জানাবেন বলে জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রীয়শাসিত অঞ্চলের দাবি জানিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন জন বার্লা। তাঁর রাজ্য বিভাজনের প্রস্তাব থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিলেন বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষেরা জানিয়ে দেন, এ প্রস্তাব একান্তই বার্লার নিজস্ব। দলের এতে কোনও সায় নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও বার্লা বলেন, স্থানীয় মানুষের দাবি মেনে উত্তরবঙ্গ বিভাজনের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সরকারকে নিত্যদিন উত্যক্ত করতেই অমিত শাহের প্রতিমন্ত্রী পদে বসানো হয়েছে নিশীথকে। বাংলার উত্তরবঙ্গ ভাগের দাবিতে নিশীথও একজন সমর্থক।

আরও পড়ুন-দেবাঞ্জন-কাণ্ড নিয়ে আজই আদালতে FIR করতে পারে ED, সংঘাতের শঙ্কা

তবে বঙ্গভঙ্গ প্রসঙ্গে এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলা ভাগের বিরুদ্ধে তাঁরা। দলের কেউ যদি এই নিয়ে সরব হন সেটা শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হবে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এখন এই পরিস্থিতিতে বার্লাদের অবস্থান কী হয় সেটাই দেখার।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version