Thursday, August 28, 2025

শপথ গ্রহণের পর বলেছিলেন, “আপাতত বিতর্কে জড়াতে চাই না”। তবে সেটা ছিল নিতান্ত সাময়িক প্রতিক্রিয়া। তারপরেই ফের উত্তরবঙ্গ ভাগের দাবিতে সরব হলেন জন বার্লা (John Barla)। আর সরাসরি বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতাও করলেন না আরেক প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তবে, এই বিষয়ে এখনও নিজেদের অবস্থানে একই আছেন বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বের। বার্লা-নিশীথদের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ জানাবেন বলে জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রীয়শাসিত অঞ্চলের দাবি জানিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন জন বার্লা। তাঁর রাজ্য বিভাজনের প্রস্তাব থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিলেন বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষেরা জানিয়ে দেন, এ প্রস্তাব একান্তই বার্লার নিজস্ব। দলের এতে কোনও সায় নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও বার্লা বলেন, স্থানীয় মানুষের দাবি মেনে উত্তরবঙ্গ বিভাজনের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সরকারকে নিত্যদিন উত্যক্ত করতেই অমিত শাহের প্রতিমন্ত্রী পদে বসানো হয়েছে নিশীথকে। বাংলার উত্তরবঙ্গ ভাগের দাবিতে নিশীথও একজন সমর্থক।

আরও পড়ুন-দেবাঞ্জন-কাণ্ড নিয়ে আজই আদালতে FIR করতে পারে ED, সংঘাতের শঙ্কা

তবে বঙ্গভঙ্গ প্রসঙ্গে এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলা ভাগের বিরুদ্ধে তাঁরা। দলের কেউ যদি এই নিয়ে সরব হন সেটা শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হবে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এখন এই পরিস্থিতিতে বার্লাদের অবস্থান কী হয় সেটাই দেখার।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version