Thursday, November 6, 2025

দায়িত্বে এসেই নয়া নিয়ম রেলমন্ত্রী বৈষ্ণবের, ২ শিফটে কাজ চলবে রাত ১২টা পর্যন্ত

Date:

দায়িত্বে আসার কয়েক ঘন্টার মধ্যেই কাজে লেগে পড়লেন নয়া দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী(rail minister) অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnav)। রেলের কর্মী ও আধিকারিকদের ২টি শিফটে কাজ করার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেখানে বলা হয়েছে, সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে রেল অফিসের প্রথম শিফটের কাজ। এবং দ্বিতীয় শিফট শুরু হবে বিকেল ৩টে থেকে রাত্রি ১২টা পর্যন্ত। অর্থাৎ দুটি শিফটে ৯ ঘন্টা করে কাজ করতে হবে কর্মীদের।

রেল মন্ত্রকের এডিজি পিআর ডিজে নারায়ন(DJ Narayan) জানান এই নির্দেশিকা শুধুমাত্র মন্ত্রী কার্যালয়ের জন্য জারি করা হয়েছে বেসরকারি বা রেল কর্মীদের জন্য নয়। রেলমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন তাঁর অফিসের সঙ্গে যুক্ত সমস্ত দফতর ও কর্মচারীরা আপৎকালীন ভাবেই এই ২ শিফটে কাজ শুরু করবেন। নবনিযুক্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রীর নজরে রেল মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি রেলকে অত্যাধুনিক করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তাকে বাস্তব রূপ দেবো। একইসঙ্গে রেলের সকল আধিকারিকদের জন্য একেবারে ‘মিশন মোডে’ কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে প্রতিটি মিনিটকে গুরুত্ব দেওয়ার জন্য।

আরও পড়ুন:বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!

বৈষ্ণব আরও জানান, প্রধানমন্ত্রীর লক্ষ্য রেলকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যার ফলে সাধারণ মানুষ কৃষক গরীব প্রতিটি প্রান্তের মানুষ রেলের সুবিধা পায়। উল্লেখ্য, মন্ত্রিসভায় রদবদলের পর সম্প্রতি রেল মন্ত্রকের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে প্রাক্তন আইএএস আধিকারিক অশ্বিনী বৈষ্ণবের হাতে। এবার দায়িত্ব নিয়েই কাজে লেগে পড়েন তিনি।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version