Thursday, May 15, 2025

শপথ গ্রহণের পর বলেছিলেন, “আপাতত বিতর্কে জড়াতে চাই না”। তবে সেটা ছিল নিতান্ত সাময়িক প্রতিক্রিয়া। তারপরেই ফের উত্তরবঙ্গ ভাগের দাবিতে সরব হলেন জন বার্লা (John Barla)। আর সরাসরি বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতাও করলেন না আরেক প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তবে, এই বিষয়ে এখনও নিজেদের অবস্থানে একই আছেন বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বের। বার্লা-নিশীথদের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ জানাবেন বলে জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রীয়শাসিত অঞ্চলের দাবি জানিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন জন বার্লা। তাঁর রাজ্য বিভাজনের প্রস্তাব থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছিলেন বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষেরা জানিয়ে দেন, এ প্রস্তাব একান্তই বার্লার নিজস্ব। দলের এতে কোনও সায় নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও বার্লা বলেন, স্থানীয় মানুষের দাবি মেনে উত্তরবঙ্গ বিভাজনের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সরকারকে নিত্যদিন উত্যক্ত করতেই অমিত শাহের প্রতিমন্ত্রী পদে বসানো হয়েছে নিশীথকে। বাংলার উত্তরবঙ্গ ভাগের দাবিতে নিশীথও একজন সমর্থক।

আরও পড়ুন-দেবাঞ্জন-কাণ্ড নিয়ে আজই আদালতে FIR করতে পারে ED, সংঘাতের শঙ্কা

তবে বঙ্গভঙ্গ প্রসঙ্গে এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলা ভাগের বিরুদ্ধে তাঁরা। দলের কেউ যদি এই নিয়ে সরব হন সেটা শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হবে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এখন এই পরিস্থিতিতে বার্লাদের অবস্থান কী হয় সেটাই দেখার।

 

Related articles

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর...

শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিধানসভায় আসছে প্রস্তাব

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ...

টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

টানা ২২ দিন চোখের পাতা এক করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলেছে অকথ্য মানসিক নির্যাতন। পাক রেঞ্জার্সের হাত...

আইপিএলের শেষ দুটো ম্যাচে নাইট শিবিরে নেই মইন আলি, রভম্যান পাওয়েল

বাকিরা এলেও আইপিএলের(IPL) শেষের দিকে আর কলকাতা নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দেখা যাবে না মইন আলিকে(Moeen Ali)। শুধুমাত্র তিনিই...
Exit mobile version