করোনায়( Corona) আক্রান্ত হলেন শ্রীলঙ্কার( srilanka) ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার (Grant Flower)। ইংল্যান্ড ( England)থেকে শ্রীলঙ্কায় ফেরার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনায় আক্রান্ত হলেন তিনি। বৃহস্পতিবার করোনার রিপোর্ট পজেটিভ আসে ফ্লাওয়ারের।

এদিন শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়েছে যে,” শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত আলাদা রাখা হয়েছে তাকে। ফ্লাওয়ারের মৃদু উপসর্গ রয়েছে। নিভৃতবাসে রয়েছেন তিনি, যাবতীয় স্বাস্থ্য বিধি মেনে। এদিন ইংল্যান্ড ফেরত শ্রীলঙ্কা দলের সকলেরই আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে। তবে ফ্লাওয়ার ছাড়া আর কারোর করোনাক্রান্ত হওয়ার খবর মেলেনি।”
১৩ তারিখ থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। হাতে আর মাত্র কয়েকটা দিন। তার আগে ফ্লাওয়ারের করোনায় আক্রান্ত হওয়া একটা চিন্তা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
