ভোরবেলায় বোমা বিস্ফোরণ ভাতারে। উড়ে গেল বাড়ির চাল। ভেঙে পড়ল গোটা বাড়ি। গুরুতরভাবে জখম তিনজন।
আরও পড়ুন-বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!
স্থানীয় বাসিন্দারা আহত বছর পঞ্চান্নর জামরুল মল্লিক, তাঁর স্ত্রী মারজেদা বিবি ও ছেলে লালচাঁদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসার পর জামরুল ও লালচাঁদকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মারজেদা বিবির আঘাত বেশি থাকায় তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের মধ্যেই বোমা মজুদ করে রাখা হয়েছিল। তদন্তে নেমেছে পুলিশ।
