Monday, August 25, 2025

বৈষম্যের নমুনা! বাংলা, কেরল, তামিলনাড়ু থেকে পূর্ণমন্ত্রী শূন্য

Date:

কেন্দ্রের মোদি সরকারের চক্ষুলজ্জাহীন বৈষম্যের নমুনা ফের দেখা গেল মন্ত্রিসভার সম্প্রতিক মেগা রদবদলে (cabinet reshuffle)। পূর্ব ভারতের করিডর বলে পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় রাজ্য পশ্চিমবঙ্গের পূর্ণমন্ত্রী প্রাপ্তি শূন্য। সর্বশক্তিতে প্রচারের পরও বিধানসভা ভোটে তৃণমূলের কাছে গোহারা হেরে মোদি-শাহের বাংলা-বিদ্বেষ সম্ভবত আরও তীব্র হয়েছে। তাই এরাজ্যে বিজেপির ১৮ জন সাংসদ থাকা সত্ত্বেও পূর্নমন্ত্রী (cabinet minister) করা হল না কাউকেই। একই হাল দক্ষিণ ভারতের দুই উল্লেখযোগ্য অবিজেপি রাজ্য কেরল ও তামিলনাড়ুতেও। বিজেপির ভারত জয়ের আস্ফালন দুই রাজ্যের মানুষই প্রবলভাবে প্রত্যাখ্যান করেছেন। আগামী লোকসভা ভোটেও বামশাসিত কেরল ও ডিএমকের দখলে থাকা তামিলনাড়ুতে তেমন কিছু করা সম্ভব নয়, বুঝে গিয়েছেন মোদি-শাহরা। যে প্রবল পরাক্রমে বাংলা, কেরল ও তামিলনাড়ুর জনতা এবছর তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করেছে, সেই রাগেই সম্ভবত পূর্ণমন্ত্রীর তালিকা থেকে বাদ বিরোধী শাসিত গুরুত্বপূর্ণ এই তিন রাজ্য। তবে কেরল ও তামিলনাড়ুর চেয়ে বাংলার পরিস্থিতিটা কিছুটা হলেও ভিন্ন। কারণ দক্ষিণের ওই দুই রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল নয়। কিন্তু এরাজ্যে বিজেপি একমাত্র বিরোধী দল হওয়া সত্ত্বেও মোদি সরকারের বৈষম্যের শিকার বাংলা। চার প্রতিমন্ত্রীর গাজর ঝোলালেই যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দাগ রাখার মত কোনও কাজ করা যায় না, তার প্রমাণ দিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী। মিডিয়ায় মাঝে মাঝে ভেসে থাকার বাইরে রাজ্যের স্বার্থে কিছু কাজ করার এক্তিয়ারও যে নবনির্বাচিত চার প্রতিমন্ত্রীর নেই, তা বঙ্গবাসীও জানেন।

বৈষম্যের এই চিত্রের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্য সহ বাকি রাজ্যগুলিতেও মন্ত্রিসভার রদবদলে পূর্ণমন্ত্রীর প্রাপ্তিযোগ ঘটেছে। শুক্রবার এই বিষয়ে একটি পরিসংখ্যান পেশ করে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার ছবি তুলে ধরেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন। সেখানে তিনি দেখিয়েছেন মন্ত্রিসভার মেগা রদবদলে কোন রাজ্য কত সংখ্যায় পূর্ণমন্ত্রী (cabinet minister) পেয়েছে। তালিকা অনুযায়ী, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ পেয়েছে চারজন পূর্ণমন্ত্রী। বিজেপি-জেডিইউ জোট পরিচালিত বিহারেরও পূর্ণমন্ত্রী প্রাপ্তি চার। অন্যদিকে, ভারতের অর্থনৈতিক কেন্দ্র হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে প্রাপ্তি একটু কম, তিন। বলাই বাহুল্য, সেখানে এখন বিজেপি বিরোধী শিবসেনা জোট সরকার। বাকি রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ড, কর্নাটক, রাজস্থান ২ জন করে, অসম, ওড়িশা, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ ১ জন করে পূর্ণমন্ত্রী পেয়েছে।

আরও পড়ুন:কেরলের জিকা ভাইরাসে হদিস, তড়িঘড়ি সর্তকতা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version