Tuesday, August 26, 2025

মন্ত্রী হননি রাজু, গোর্খা বঞ্চনার অভিযোগ তুলে মোদিকে চিঠি বিজেপি বিধায়কের

Date:

দু’জন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে উত্তরবঙ্গ(North Bengal)। তবে দার্জিলিং(Darjeeling) থেকে সাংসদ রাজু বিস্তর(Raju Bisht) মন্ত্রী হওয়ার একটি গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত মোদির মন্ত্রিসভায় জায়গা মেলেনি দার্জিলিংয়ের সাংসদের। এই ঘটনায় মোটেই খুশি নন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা(Neeraj zimba)। ফলস্বরূপ শুক্রবার রীতিমতো অভিমানের সুরেই মোদিকে চিঠি লিখলেন তিনি।

বিধানসভা নির্বাচনে বিজেপি কার্যত ধরাশায়ী হলেও উত্তরবঙ্গে কিছুটা আশানুরূপ ফল করেছে গেরুয়া শিবির। দার্জিলিংয়ের পাঁচটি আসনের মধ্যে সবকটি আসন দখল করেছে তারা। এই জয়ের পুরো কৃতিত্ব সাংসদ রাজু বিস্তকে দিয়ে মোদিকে লেখা চিঠিতে নীরজের আবেদন, জেলার ৫টি আসনেই রাজু বিস্তই দলকে জিতিয়েছেন। দার্জিলিং-এর পাহাড়িরা, তরাই ও ডুয়ার্সের মানুষ সাংসদ রাজু বিস্তকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে চারজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:প্রয়াত কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র

একই সঙ্গে বিজেপির ওপর আস্থা রাখা পাহাড়বাসীর ক্ষোভ যে গেরুয়া শিবিরের উপর ক্রমশ বাড়ছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সংকল্পপত্র ও বারবার আশ্বাস দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরও বিজেপি নেতাদের ওপর আস্থা রেখেছে দার্জিলিংয়ের মানুষ। তবে দীর্ঘদিন দার্জিলিংয়ের মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি গোর্খারা যে ভালোভাবে নেবে না সে কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক লেখেন, এটা শুধুমাত্র আশাহত হওয়ার বিষয় নয়, কেন্দ্রের এই পদক্ষেপে গোর্খারা মনে করছে বিজেপি তাদের ইস্যু ও গোর্খাদের মোটেই গুরুত্ব দিয়ে দেখছে না। উত্তরবঙ্গের মানুষ এবং দেশের সমস্ত গোর্খাদের হয়ে তিনি যে এই চিঠি লিখেছেন সে কথাও স্মরণ করিয়ে দেন দার্জিলিংয়ের বিধায়ক।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version