Saturday, November 1, 2025

রাজ্য বিজেপির সভানেত্রী পদে দেবশ্রী? হঠাৎ জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে। কারণ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) জরুরি তলব করা হয়েছে। আজ রাতেই দিল্লি গিয়েছেন তিনি। বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড় ধরনের পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। দেবশ্রী চৌধুরীকে(Debashree Chowdhury) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই তাঁকে সাংগঠনিক কাজে লাগানো হতে পারে। বিজেপির একটি সূত্র বলছে, দেবশ্রী রায়গঞ্জের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। আসন্ন মন্ত্রিসভার রদবদলে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই রাজ্য সভানেত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে দেবশ্রী ছিলেন রাজ্যের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক।

বিধানসভা ভোটের পারফরম্যান্স ধরলে দেবশ্রী ভোটে লড়েননি। ফলে হার-জিতের প্রশ্নই নেই। তাঁর লোকসভা কেন্দ্রে ২টি আসন জিতেছে বিজেপি- রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ। বরং উপনির্বাচনে হেরে যাওয়া কালিয়াগঞ্জ পুনরুদ্ধার করেছে গেরুয়া শিবির।দেবশ্রীর পরিবার আরএসএসের(RSS) সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি নিজেও সঙ্ঘের ঘরের মেয়ে। স্বাভাবিকভাবে রাজ্য সভানেত্রী হওয়ার দৌড়ে দেবশ্রী অনেকটাই এগিয়ে বলে মত বিজেপির একটি অংশের।

বিজেপি একটা মহল মনে করছে, গত বিধানসভা নির্বাচনে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মহিলার ভোট গিয়েছে শাসক দলের দিকে। তৃণমূলেও যুবর দায়িত্বে এসেছেন সায়নী ঘোষের(Sayani Ghosh) মতো তরুণ মুখ। স্বাভাবিকভাবে মহিলা নেত্রীকে সংগঠনের সম্মুখভাগে আনা তার রাজনৈতিক অভিঘাত জোরালো হবে বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও মহিলা সভানেত্রী নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য নেতারাও মুখ খুলতে নারাজ।

আরও পড়ুন- শ্রীলেখার নতুন লুকে ইন্দিরা গান্ধীর ছায়া! কিন্তু কেন?

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version