ফের রাজ্যে জেএমবি (Jmb) জঙ্গি সন্দেহে গ্রেফতার এক। বারাসতের বাসিন্দা ধৃত লালু সেন (Lalu Sen) ওরফে রাহুল (Rahul) জেএমবি জঙ্গি নাজিউরের ঘনিষ্ঠ সহযোগী বলে অভিযোগ। সূত্রের খবর, জঙ্গিদের জন্য ভুয়ো পরিচয়পত্র, প্যান কার্ড (Pan Card), আধার কার্ড (Adhar Card) তৈরি করত রাহুল। বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সদস্যদের সঙ্গে টাকা লেনদেন করত ধৃত লালু সেন। এমনকী নানা ধরনের লজিস্টিক (Logistic) সাপোর্টও দিত।

হরিদেবপুরে ধৃত জেএমবি জঙ্গিদের জেরা করেই রাহুলের খোঁজ মেলে। বুধবার, অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের থেকে দুটো ল্যাপটপ, আই প্যাড, মোবাইল ফোন ও সন্দেহজনক নথি বাজেয়াপ্ত হয়েছে।
