প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও প্রাথমিকের টেট (TET Examination) নেওয়ার চেষ্টা করা হবে। প্রাথমিক ও এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শনিবার, নবান্নে (Nabanna) এই ঘোষণা করেন তিনি। বলেন “এবার থেকে প্রত্যেক বছর এসএসসি (SSC) ও প্রাইমারি টেট (Tet) নেওয়ার চেষ্টা করব। রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখব।”
আরও পড়ুন-বিজেপি-র যুবমোর্চার সভাপতি পদে বদল! সৌমিত্রর বদলে কোন ৩ নাম?
গত ৭ বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। আইনি জটিলতার মুখে একাধিকবার পড়েছে এই নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের তালিকা প্রকাশ নিয়েও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অস্বচ্ছতার অভিযোগগুলির ক্ষেত্রে রাজনৈতিক কারণে থেকে বেশি মামলা হয়েছে। রাজ্য সরকারের উন্নয়নের গতি শ্লথ করে দেওয়ার উদ্দেশ্যেই এই অপচেষ্টা বলে বলে অভিযোগ করেন ব্রাত্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তিনি জানান, “নিয়োগ প্রক্রিয়া চাই তাই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। আদালতকে জানিয়েই আমরা সবকিছু করতে চাই।” শিক্ষামন্ত্রীর এই মন্তব্য থেকে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা।