Friday, August 22, 2025

প্রাথমিক-এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও প্রাথমিকের টেট (TET Examination) নেওয়ার চেষ্টা করা হবে। প্রাথমিক ও এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শনিবার, নবান্নে (Nabanna) এই ঘোষণা করেন তিনি। বলেন “এবার থেকে প্রত্যেক বছর এসএসসি (SSC) ও প্রাইমারি টেট (Tet) নেওয়ার চেষ্টা করব। রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখব।”

কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। তার ফলে ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়ার বিষয় নিয়ে তৎপরতা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার, কলকাতার হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু বলেন, “আদালতকে ধন্যবাদ। প্রেস কনফারেন্স করে কী ভাবে ইন্টারভিউ নেওয়া হবে সেই বিষয়ে বিশদে জানিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।”

আরও পড়ুন-বিজেপি-র যুবমোর্চার সভাপতি পদে বদল! সৌমিত্রর বদলে কোন ৩ নাম?

গত ৭ বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। আইনি জটিলতার মুখে একাধিকবার পড়েছে এই নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের তালিকা প্রকাশ নিয়েও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অস্বচ্ছতার অভিযোগগুলির ক্ষেত্রে রাজনৈতিক কারণে থেকে বেশি মামলা হয়েছে। রাজ্য সরকারের উন্নয়নের গতি শ্লথ করে দেওয়ার উদ্দেশ্যেই এই অপচেষ্টা বলে বলে অভিযোগ করেন ব্রাত্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তিনি জানান, “নিয়োগ প্রক্রিয়া চাই তাই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। আদালতকে জানিয়েই আমরা সবকিছু করতে চাই।” শিক্ষামন্ত্রীর এই মন্তব্য থেকে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version