এক রূপকথার স্বপ্নপূরণ.. রবিবার ভোরবেলা কোপা আমেরিকার( Copa America) ফাইনালে ব্রাজিলকে( brazil) হারিয়ে যেন স্বপ্নপূরণ হল আর্জেন্তাইন( Argentina) সুপারস্টার লিওনেল মেসির( messi)।

ক্লাব স্তরে দেখেছেন অনেক সাফল্য। পেয়েছেন অনেক ট্রফি। কিন্তু দেশের জার্সি গায়ে যেন কিছুতেই ট্রফি জয়ের স্বাদ পাচ্ছিলেন না এলএমটেন। রবিবার যেন সেই স্বাদেরই পূরণের দিন। দেশকে ট্রফি এনে দিলেন মেসি। আর সেই স্বাদ স্ত্রীর সঙ্গে ভাগ করে নিতেই হবে। তাই তো ম্যাচের ফাইনাল বাঁশী বাজতেই ফোন নিয়ে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজোর ( Antonella Roccuzzo) সঙ্গে ভাগ করে নিলেন তিনি। মাঠেই স্ত্রীকে ফোন লিওর। আর সেই ছবি নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জন্য রইল সেই ঝলক।

🤩🔟📱🥇#CopaAmérica#VibraElContinente#VibraOContinente pic.twitter.com/Av4B3knLms
— Copa América (@CopaAmerica) July 11, 2021
আরও পড়ুন:সোনার বুটের মালিক কে হলেন? চলুন একনজরে দেখেনি কোপায় কে কোন পুরষ্কার পেল
