Wednesday, December 24, 2025

তালিবান ও আফগান সেনার সংঘর্ষ চরমে, কান্দাহার থেকে কূটনীতিকদের ফেরালো ভারত

Date:

Share post:

আফগানিস্তান(Afghanistan) ছাড়তে শুরু করেছে মার্কিন সেনা(American force)। এই পরিস্থিতিতে ফের অতীতের মতো দেশ দখলের পথে পা বাড়িয়েছে তালিবানরা(taliban)। ইতিমধ্যেই আফগানিস্তানের ৮৫ শতাংশ অংশ দখল করেছে তালিবান জঙ্গিরা। চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই এবার আফগানিস্তান থেকে কূটনীতিক সহ ৫০ ভারতীয় আধিকারিক ও কর্মীকে ফিরিয়ে আনল ভারত সরকার।

সম্প্রতি কান্দাহারের ১৩ টি জেলা দখল করে নিয়েছে তালিবানরা। প্রাণে বাঁচতে তাজাকিস্তানের চলে গিয়েছে ৩০০র বেশি আফগান সেনা। যদিও এই অবস্থাতেও ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রীংলা জানিয়েছিলেন আফগানিস্থানে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের ফেরানো হবে না। তবে সেই বক্তব্যের চারদিনের মাথায় শনিবার কান্দাহারে নিযুক্ত কূটনীতিক, সহযোগী কর্মী এবং আইটিবিপি জওয়ানদের দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হয়। কান্দাহারের ভারতীয় দূতাবাস আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ কান্দাহার এবং হেলমন্দের কাছে প্রচুর লস্কর জঙ্গি থাকার কারণেই ভারত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কূটনীতিকদের নিরাপত্তার কথা ভেবে। আফগান সেনার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে তালিবানদের সঙ্গে প্রায় ৭০০০ লস্কর জঙ্গি যুক্ত হয়ে সেনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।

আরও পড়ুন:সনাতনের ‘বিজেপি যোগ ‘ স্পষ্ট, পুলিশের হাতে দুই নেতা-নেত্রীর দেওয়া শংসাপত্র

সেনা-জঙ্গি সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ৭০ জন তালিবানি জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। অন্যদিকে কান্দাহারের আশপাশের সাতটা জেলা দখলের পর শুক্রবার কান্দাহার শহরে ঢুকে পড়েছে তালিবান জঙ্গিরা।উল্লেখ্য, ১৯৯০-এর দশক থেকে তালিবানিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কান্দাহার। এখান থেকেই পরিচালিত হতো দেশ-বিদেশের নানান জঙ্গিমূলক কার্যকলাপ। এদিকে আমেরিকার তরফে জানানো হয়েছে আগামী অগাস্ট মাসে আফগানিস্তান থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হবে মার্কিন সেনা। এমন অবস্থায় আগেভাগে নিজেদের পুরনো ঘাঁটি দখল করতে মাঠে নেমেছে তালিবান জঙ্গিরা।

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...