Tuesday, August 26, 2025

ঘাড়ে হাত রেখেছিলেন দলীয় কর্মী, বিরক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি দিলেন ঠাসিয়ে চড়!

Date:

নেতাকে দেখে সমর্থকদের আবেগ প্রকাশ ভারতীয় রাজনীতিতে নতুন নয়। কখনো কখনো তা মাত্রাছাড়া হয়ে যায়। তাই মাঝে মাঝে ভালবাসার অত্যাচারে মেজাজ হারান নেতারাও। এমনই ঘটনা ঘটেছে কর্নাটকে। হঠাৎ করে ঘাড়ে হাত দেওয়ায় বিরক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি ঠাসিয়ে চড় মারলেন এক দলীয় কর্মীকে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। আর নতুন ইস্যু খুঁজে পেয়ে হিংসার অভিযোগ নিয়ে মাঠে নেমে পড়েছে কর্নাটক বিজেপি।

দলের অসুস্থ প্রাক্তন মন্ত্রী ও সাংসদকে দেখতে সদলবলে শুক্রবার যাচ্ছিলেন কর্নাটকের (Karnataka) কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (dk shivkumar)। সেই সময়ই হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে অত্যুৎসাহী এক দলীয় কর্মী শিবকুমারের ঘাড়ে হাত দেন। ঘটনায় মেজাজ হারান প্রদেশ সভাপতি। ঠাসিয়ে চড় মারেন ওই কর্মীকে। শিবকুমারকে বলতে শোনা যায়, আপনাদের দায়িত্ববান হওয়া উচিত। এরপর ক্যামেরাম্যানদের ফুটেজ ডিলিট করার নির্দেশ দেন শিবকুমার।

সাংবাদিকরা চড় মারার প্রসঙ্গে পরে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, যদি আপনার গায়ে কেউ হাত দেয় তো কী বলবেন? সাধারণ মানুষ কী বলবে? উনি দলীয় কর্মী বলে আমি এই ধরনের কাজ করতে দিয়ে পারি কি? তখন অন্যরা দেখে কী বলবে?

যদিও ভিডিয়ো ভাইরাল হতেই অন্য ইস্যু না পেয়ে মাঠে নেমেছে বিজেপি। তিলকে তাল করার কায়দায় বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি ভিডিয়োটি পোস্ট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন করেন, তিনি শিবকুমারকে হিংসা ছড়ানোর ছাড়পত্র দিয়েছেন কিনা।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version