Tuesday, November 11, 2025

“সমস্যা থাকলেই সুখের আনন্দ মেলে”, পেট্রোলের সেঞ্চুরিতে সাফাই বিজেপি মন্ত্রীর

Date:

সেঞ্চুরির গণ্ডি পেরিয়েও লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে দেশে পেট্রোল-ডিজেলের দাম(petrol diesel price)। ব্যাপক দামবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি ঘটেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। ফলস্বরূপ গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে। আর এই দুর্দশাকেই সাফাই হিসেবে তুলে ধরলেন মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বিজেপি মন্ত্রী(BJP minister) ওম প্রকাশ সাকলেচা(Om Prakash saklecha)। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে একেবারে দার্শনিক ভাষায় তিনি জানালেন, “জীবনে সমস্যা থাকলেই সুখের আনন্দ উপলব্ধি করা যায়।” তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

শনিবার মধ্যপ্রদেশের ছতরপুরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে দার্শনিক ভঙ্গিতে মধ্যপ্রদেশের শিল্প মন্ত্রী জানান, “জীবনে সমস্যাই সুখের আনন্দ উপলব্ধি করায়। যতক্ষণ না একটিও সমস্যা না আসছে ততক্ষণ সুখের আনন্দ আসে না।” শুধু তাই নয়, মোদি শাসনে এহেন দুর্দশায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “মোদির নীতি ব্যর্থ হয়েছে, এই সকল গুজব ছড়ানো হচ্ছে। মানুষ মোদিজীর সকল নীতি সাদরে গ্রহণ করেছে।” তবে বিজেপির নেতা মন্ত্রীরা মনগড়া সাফাই চালিয়ে গেলেও ক্ষোভ মিটছে না মানুষের। দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ শুরু করেছে বিরোধিরা। রাজ্যে ও কেন্দ্রের জনবিরোধী এই নীতির বিরুদ্ধে জেলায় জেলায় চলছে আন্দোলন।

এদিকে ১১ জুলাই রবিবার পেট্রোল-ডিজেলের দাম না নতুন করে না বাড়ানো হলেও ইতিমধ্যেই দেশের সমস্ত বড় শহরে ১০০ টাকা পার করেছে পেট্রোলের দাম ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ৯৭ পয়সা। আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version