Wednesday, August 20, 2025

“সমস্যা থাকলেই সুখের আনন্দ মেলে”, পেট্রোলের সেঞ্চুরিতে সাফাই বিজেপি মন্ত্রীর

Date:

সেঞ্চুরির গণ্ডি পেরিয়েও লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে দেশে পেট্রোল-ডিজেলের দাম(petrol diesel price)। ব্যাপক দামবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি ঘটেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। ফলস্বরূপ গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে। আর এই দুর্দশাকেই সাফাই হিসেবে তুলে ধরলেন মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বিজেপি মন্ত্রী(BJP minister) ওম প্রকাশ সাকলেচা(Om Prakash saklecha)। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে একেবারে দার্শনিক ভাষায় তিনি জানালেন, “জীবনে সমস্যা থাকলেই সুখের আনন্দ উপলব্ধি করা যায়।” তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

শনিবার মধ্যপ্রদেশের ছতরপুরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে দার্শনিক ভঙ্গিতে মধ্যপ্রদেশের শিল্প মন্ত্রী জানান, “জীবনে সমস্যাই সুখের আনন্দ উপলব্ধি করায়। যতক্ষণ না একটিও সমস্যা না আসছে ততক্ষণ সুখের আনন্দ আসে না।” শুধু তাই নয়, মোদি শাসনে এহেন দুর্দশায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “মোদির নীতি ব্যর্থ হয়েছে, এই সকল গুজব ছড়ানো হচ্ছে। মানুষ মোদিজীর সকল নীতি সাদরে গ্রহণ করেছে।” তবে বিজেপির নেতা মন্ত্রীরা মনগড়া সাফাই চালিয়ে গেলেও ক্ষোভ মিটছে না মানুষের। দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ শুরু করেছে বিরোধিরা। রাজ্যে ও কেন্দ্রের জনবিরোধী এই নীতির বিরুদ্ধে জেলায় জেলায় চলছে আন্দোলন।

এদিকে ১১ জুলাই রবিবার পেট্রোল-ডিজেলের দাম না নতুন করে না বাড়ানো হলেও ইতিমধ্যেই দেশের সমস্ত বড় শহরে ১০০ টাকা পার করেছে পেট্রোলের দাম ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ৯৭ পয়সা। আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version