Tuesday, May 13, 2025

জন্মনিয়ন্ত্রণ বিলের খসড়া প্রকাশ যোগী সরকারের, বিরোধিতায় বিরোধীরা

Date:

এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চালু হতে চলেছে দুই সন্তান নীতি (birth control)। কোনও ব্যক্তির দুটির বেশি সন্তান থাকলে(two child), তিনি স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সরকারি চাকরি বা অন্য নানাবিধ সুবিধা থেকেও বঞ্চিত হবেন। সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি চাকুরিজীবী হলে তাঁর পদোন্নতি হবে না। পাশাপাশি শুধুমাত্র ২ টি সন্তান থাকলে চাকুরিজীবী কোনও ব্যক্তি ২ বার ইনক্রিমেন্ট পাবেন। তার সঙ্গে পুরো বেতন-সহ পিতৃত্বকালীন ছুটিও পাবেন। ন্যাশনাল পেনসন স্কিমেও বাড়তি টাকা মিলবে।

উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের (birth control bill)বিল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (chief minister of Uttar Pradesh Yogi Adityanath)। বিশ্ব জনসংখ্যা দিবসে (National population day) এই জন্মনিয়ন্ত্রণ বিলের খসড়া প্রকাশ্যে আনা হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর লক্ষ্য ২০২৬ সালের মধ্যে উত্তরপ্রদেশের জন্মহার ২.১-এ নামিয়ে আনা। যোগী পাশাপাশি যোগী আদিত্যনাথ এও জানিয়েছে যে, এই নীতির মাধ্যমে শুধু জন্ম নিয়ন্ত্রণ নয়, তার সঙ্গে সাধারণ মানুষের কাছে নানা সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াও সহজ হবে।

স্বাভাবিকভাবেই জন্মনিয়ন্ত্রণ বিল নিয়ে রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে । আর আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। সমাজবাদী পার্টি এই বিলের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, এই বিলের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করছে যোগী সরকার। তাদের মতে এই বিল পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সমাজবাদি পার্টির বিধান পরিষদের সদস্য ইকবাল মাহমুদ বলেছিলেন, “জন্ম নিয়ন্ত্রণ বিল মুসলিমদের বিরুদ্ধে একটা চক্রান্ত” ।

উত্তর প্রদেশে কংগ্রেসের মুখপাত্র অশোক সিং বলেছেন, জন্মহার নিয়ন্ত্রণ কেন্দ্রের কাজ। যোগী শুধুমাত্র নির্বাচন জেতার জন্য এই বিল আনছেন ।”

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...
Exit mobile version