উইম্বলডন পুরুষদের ফাইনালে মহিলা আম্পায়ার মারিজা সিসাক

রবিবার উইম্বলডন ( Wimbledon )পুরুষদের ফাইনালে ইতিহাস তৈরি করতে চলেছেন মারিজা সিসাক( Marija Cicak)। উইম্বলডন ফাইনালে কিংবদন্তি নোভাক জোকোভিচের (Novak Djokovic) মুখোমুখি হতে চলেছেন মাত্তেয়ো বেরেত্তিনি (Matteo Berrettini)। সেই ম‍্যাচে আম্পায়ার থাকবেন মারিজা। এই প্রথম পুরুষদের উইম্বলডন ফাইনালে আম্পায়ারের চেয়ারে বসছেন কোনও মহিলা। রবিবার মারিজার নাম চেয়ার আম্পায়ার হিসেবে জানায় অল ইংল্যান্ড ক্লাব।

উইম্বলডন শুরু হয় ১৮৭৭ সালে। সেই থেকে এখনও অবধি কোনও মহিলা আম্পায়ারকে দেখা যায়নি পুরুষদের ফাইনালে চেয়ারে বসতে। তবে রবিবার সেটাই হতে চলেছে। যার ফলে ইতিহাসের পাতায় নাম থাকবে মারিজার। এর আগে মেয়েদের ফাইনালে আম্পায়ার ছিলেন মারিজা। ২০১৪ সালে উইম্বলডনে মেয়েদের ফাইনালের দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। ২০১৭ সালে মেয়েদের ডাবলসের ফাইনালেও আম্পায়ার ছিলেন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মেয়েদের সিঙ্গলস ফাইনালও খেলিয়েছিলেন মারিজা। এবার মারিজার দায়িত্ব ছেলেদের ফাইনালের।

আরও পড়ুন:ইউরো কাপের ফাইনালে ইতালিকে এগিয়ে রাখলেন সুনীল

 

Previous articleকল্পনা-সুনীতার পর আজই ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় মহিলা সিরিষা পাড়ি দেবেন মহাকাশে
Next article২ আল কায়েদা জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ