Thursday, August 21, 2025

নাড্ডা-দিলীপ বৈঠক: ‘বেসুরো’ নব্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইঙ্গিত রাজ্য সভাপতির

Date:

বাংলার নব্য-তৎকাল বিজেপিদের কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু! দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda) সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠকের পরে এই ইঙ্গিতই মিলল।

সোমবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে নাড্ডার বাড়িতে বৈঠক করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও তিনি দিল্লি পৌঁছেছেন শনিবার রাতে। রবিবার বৈঠকের কথা থাকলেও সেদিন তা হয়নি। সোমবার বিকেলে দুজনের মধ্যে প্রায় এক ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়। পরে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ জানান, যেসব নেতা দলের শৃঙ্খলা ভেঙে বাইরে প্রকাশ্যে মন্তব্য করছেন, তাঁরা ঠিক কাজ করছেন না। পুরনো বিজেপির নেতা-কর্মী যাঁরা পার্টির ডিসিপ্লিন মেনে চলেন তাঁরা এই ব্যবহারে অসন্তুষ্ট এবং বিব্রত। বেসুরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন দিলীপ ঘোষ।

সৌমিত্র খান (Soumitra Khan), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), পরবর্তীকালে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-সহ বিভিন্ন নেতৃত্ব দলের বিরুদ্ধে প্রকাশ্যে হয় সংবাদমাধ্যমে, না হলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। এর বিরুদ্ধাচরণ করে আবার আদি বিজেপি-র (Bjp) অনেক নেতা-নেত্রী ফেসবুক লাইভে (Facebook Live) তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। এতে দলীয় শৃঙ্খলার অবনতি ঘটছে বলে নাড্ডার কাছে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন বলে বিজেপি সূত্রে খবর। এদিন বৈঠকে এ নিয়ে দীর্ঘক্ষণ দুই নেতার মধ্যে কথা হয়। দলের বিরুদ্ধে কথা বলা নেতাদের মধ্যে বেশিরভাগই কিছুদিন আগেই অন্যদল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে বেসুরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন জেপি নাড্ডা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version