টিকার শংসাপত্র বা করোনা রিপোর্ট ছাড়া হোটেলে ‘না’, সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের

ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার শংসাপত্র না থাকলে দিঘা, তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণির কোনও হোটেলে থাকা যাবে না।
টিকার শংসাপত্র বা করোনা রিপোর্ট ছাড়া হোটেলে 'না', সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের

ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার শংসাপত্র না থাকলে দিঘা, তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণির কোনও হোটেলে থাকা যাবে না। জেলায় নতুন করে করোনা সংক্রমণ রুখতে সোমবার এই নির্দেশিকা জারি করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরের সৈকতে বেড়াতে গেলে এবার থেকে লাগবে করোনা রিপোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে RT-PCR রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশ করা যাবে পর্যটনকেন্দ্রগুলিতে। পর্যটকরা মানছেন না কোভিড বিধি। তাই এবার থেকে দিঘা, শংকরপুর ও মন্দারমণিতে করোনা রিপোর্ট বাধ্যতামূলক করল জেলা প্রশাসন। ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা RT-PCR রিপোর্ট নেগেটিভ হলে তবে পাওয়া যাবে হোটেলে ঘরভাড়া।

আরও পড়ুন-মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে বিজেপি, পাল্টা জবাব কুণালের

এই নির্দেশিকা জারি হওয়ায় মাথায় হাত হোটেল মালিকদের। এই বিধি-নিষেধে দিঘায় পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মনে করছেন তাঁরা।

 

Previous articleনাড্ডা-দিলীপ বৈঠক: ‘বেসুরো’ নব্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইঙ্গিত রাজ্য সভাপতির
Next articleপেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোদির কুশপুতুলের ‘মিষ্টিমুখ’ নবগ্রামে