Sunday, November 9, 2025

ইউরো কাপ চ‍্যাম্পিয়ন ইতালি, ৫৩ বছর ইউরোর খেতাব জিতল তারা

Date:

ইউরো কাপ ( euro cup) চ‍্যাম্পিয়ন ইতালি( Italy)। রবিবার রাতে ফাইনালে পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডকে( England ) ৩-২ ব্যবধানে হারাল তারা। এই জয়ের ফলে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করল ইটালি। ওপর দিকে ইতিহাস লেখা হল সাউথগেটের দলের।

ম‍্যাচের শুরুতেই এদিন চমক দেয় ইংল্যান্ড। মাত্র দুই মিনিটের মাথায় কিয়েরন ট্রিপিয়েরের পাসে দুরন্ত ফিনিশ দিয়ে ইংল‍্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন লুক শ। এরপর যেন আরও ইতালিকে চেপে ধরে সাউথগেটের দল। তবে ইতালিও থেমে থাকেনি। বারবার মানচিনির দল আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও ম্যাগুইয়র ও স্টোনসের রক্ষণভেদ করে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। আর যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইংল‍্যান্ড।

দ্বিতীয়ার্ধে ইতালির আক্রমণ অনেক বেশি ফুটে ওঠে। একের পর এক আক্রমণে নাজেহাল হয়ে যায় ইংল্যান্ডের রক্ষণ। যার ফলে ৬৭ মিনিটে মাথায় লোরেঞ্জো ইনসিগনের কর্নার থেকে মার্কো ভেরাত্তি হেড করেন, যা সেভ করেন জর্ডান পিকফোর্ড, কিন্তু রিবাউন্ড থেকে গোল করে ইতালির হয়ে সমতা ফেরান লিওনার্দো বোনুচ্চি। এরপর ইংল্যান্ড আর ইতালি দুজনেই আক্রমণে ওঠে। কিন্তু নির্ধারিত সময়ে গোলের ব‍্যবধান বাড়াতে না পাড়ায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে। কিন্তু এক্সট্রা টাইমে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তুলেছিল দুই দলই। প্রথমার্ধে ইতালি তুললে দ্বিতীয়ার্ধে অবশ্যই ইংল্যান্ড। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি। যার জেরে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। আর এখানেই বাজিমাত করে ইতালি। টাইব্রেকার দুরন্ত সেভ করেন ইতালির তরুণ গোলরক্ষক ডোনারুমা। মার্কাস র‍্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো আর বুকায়ো সাকার পেনাল্টি মিসে কারণে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দলের খেতাব জিতল ইতালি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version