বনের পথে গাড়ি থামিয়ে ‘পেত্নী’ ধরলেন সাহসিনী!

সাদা থান পরে ‘পেত্নী’ সেজে রাতের পর রাত গভীর জঙ্গলে গাড়ি-বাইক আটকে যাত্রীদের ভয় দেখানো ও লুঠের ঘটনার রহস্য ফাঁস হল এক সাহসিনীর হাতে ধরে। রবিবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) লাটাগুড়ির জঙ্গলে মহাকাল মন্দিরের কাছে গাড়ির সামনে আচমকা দাঁড়িয়ে পড়ে সাদা থানা পরা একটি ছায়া মূর্তি। গাড়ির বনেটে উঠে দাপাদাপির চেষ্টা করে। ওই গাড়িটির পিছনে আটকে পড়ে অনেক যানবাহন। অনেক যাত্রীই ভয়ে শিউরে ওঠেন। কিন্তু যে গাড়ির বনেটে ওঠার চেষ্টা করেছিল ওই ছায়ামূর্তি, সেটির আরোহী এক মহিলা নেমে ‘পেত্নী’ সাজা ছায়ামূর্তিকে জাপটে ধরেন। দেখা যায়, হাতে শাঁখাও রয়েছে মহিলার।

খবর যায় পুলিশে। পুলিশ (Police) গিয়ে ‘পেত্নী’ সাজা মহিলাকে ধরে। প্রথমে অসংলগ্ন কথা বললেও ধৃত স্বীকার করেন, তাঁরা ৭-৮ জন মিলে বহুদিন থেকেই ‘ভূত-পেত্নী’র ভয় দেখিয়ে গাড়ি থামাতে বাধ্য করছেন। কিন্তু, ছিনতাইয়ের অভিযোগ মানতে চাননি অভিযুক্ত।

তাঁর সঙ্গীদের কাউকে অবশ্য সোমবার অবধি পাওয়া যাননি। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে জেরা করে বাকিদের হদিস করার চেষ্টা চলছে।

লাটাগুড়ির মহাকাল এলাকায় ‘ভূতের’ (Ghost) উপদ্রব রয়েছে বলে একটা রটনা বহুদিন থেকেই ছিল। সেখানে গাড়ি-বাইকের সামনে আচমকা ‘পেত্নী’ দাঁড়িয়ে পড়ায় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। বেশ কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে।

এলাকার বাসিন্দাদের অনেকেরই সন্দেহ, ওই রাতেও গাড়ি থামিয়ে দেওয়ার পরে আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকা বাকিরা ছিনতাইয়ের জন্য হামলা চালানোর ছক কষেছিল। কিন্তু, এক যাত্রী ভয় না পেয়ে ওই মহিলাকে জাপটে ধরতেই বাকিরাও ধীরে ধীরে একজোট হন। সেই সময় অন্য দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই মহিলার পরিচয় জানতে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

সাদা থান পরে ‘পেত্নী’ সেজে রাতের পর রাত গভীর জঙ্গলে গাড়ি-বাইক আটকে যাত্রীদের ভয় দেখানো ও লুঠের ঘটনার রহস্য ফাঁস হল এক সাহসিনীর

Previous articleবজ্রপাতের সময় সেলফির হিড়িক! বাজ পড়ে জয়পুরে ১১-সহ মৃত ৬৮
Next articleবাংলাদেশে জেলবন্দি জেএমবি নেতা নাহিদ তানসিমের নির্দেশেই স্লিপার সেল তৈরির দায়িত্বে  ধৃত ৩ জঙ্গি