Sunday, August 24, 2025

আগামী ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-এর দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী ১২ সেপ্টেম্বর এই পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সারা দেশের একাধিক কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। আজ অর্থ্যাৎ সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একটি টুইটে একথা জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন, কোভিড বিধি মেনে পরীক্ষার আয়োজন করা হবে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে আরও বেশি শহরে পরীক্ষার আয়োজন করা হবে।  মোট ১৯৮টি শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।   ২০২০ তে যেখানে পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৮৬২ ছিল, তা এবারে আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টে থেকে  এনটিএ(NTA)-র ওয়েসবাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ntaneet.nic.in-এ নিট ইউজি ২০২১ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

কোভিড প্রোটোকল মেনে চলতে পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক দেওয়া হবে। পরীক্ষা গ্রহণ থেকে পরীক্ষার্থীদের প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় থাকবে। এছাড়াও কন্টাক্টলেস রেজিস্ট্রেশন, যথাযথ স্যানিটাইজেশন ও সামাজিক দূরত্ব বিধি রেখে পরীক্ষার্থীদের বসানোর বন্দোবস্ত করা হবে।

প্রসঙ্গত, চলতি বছর ১লা আগস্ট নিট পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষার্থীরা এই পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অবশেষে সোমবার পরীক্ষার্থীদের উদ্বেগের অবসান ঘটিয়ে পরীক্ষার দিন ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

Related articles

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...
Exit mobile version