Monday, November 3, 2025

আগামী ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-এর দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী ১২ সেপ্টেম্বর এই পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সারা দেশের একাধিক কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। আজ অর্থ্যাৎ সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একটি টুইটে একথা জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন, কোভিড বিধি মেনে পরীক্ষার আয়োজন করা হবে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে আরও বেশি শহরে পরীক্ষার আয়োজন করা হবে।  মোট ১৯৮টি শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।   ২০২০ তে যেখানে পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৮৬২ ছিল, তা এবারে আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টে থেকে  এনটিএ(NTA)-র ওয়েসবাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ntaneet.nic.in-এ নিট ইউজি ২০২১ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

কোভিড প্রোটোকল মেনে চলতে পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক দেওয়া হবে। পরীক্ষা গ্রহণ থেকে পরীক্ষার্থীদের প্রবেশ ও বেরোনোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় থাকবে। এছাড়াও কন্টাক্টলেস রেজিস্ট্রেশন, যথাযথ স্যানিটাইজেশন ও সামাজিক দূরত্ব বিধি রেখে পরীক্ষার্থীদের বসানোর বন্দোবস্ত করা হবে।

প্রসঙ্গত, চলতি বছর ১লা আগস্ট নিট পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষার্থীরা এই পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। অবশেষে সোমবার পরীক্ষার্থীদের উদ্বেগের অবসান ঘটিয়ে পরীক্ষার দিন ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version