ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার শংসাপত্র না থাকলে দিঘা, তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণির কোনও হোটেলে থাকা যাবে না। জেলায় নতুন করে করোনা সংক্রমণ রুখতে সোমবার এই নির্দেশিকা জারি করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।
আরও পড়ুন-মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে বিজেপি, পাল্টা জবাব কুণালের
এই নির্দেশিকা জারি হওয়ায় মাথায় হাত হোটেল মালিকদের। এই বিধি-নিষেধে দিঘায় পর্যটক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে মনে করছেন তাঁরা।