নিজের দল ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ (Rajini Makkal Mandram) ভেঙে দিলেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। রজনী মক্কল মন্দ্রম দলের সদস্যদের সঙ্গে শেষবার বৈঠক করেন রজনীকান্ত। এরপর ৭০ বছর বয়সী সুপারস্টার সাংবাদিক বৈঠক করে জানান,“আমার ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই।” তিনি জানিয়েছেন রাজনৈতিক কার্যকলাপের জন্য ২০১৮ সালে তৈরি হওয়া রজনী মক্কল মন্দ্রম বদলে হয়ে যাবে রজনীকান্ত রাসিগর নরপানি মন্দ্রম, যা আসলে রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই দক্ষিণী সুপারস্টারের সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছা ছিল৷ কিন্তু আসা হয়নি। তিনি জানিয়েছেন, কোনও কাজই অর্ধেক ভাবে তিনি করতে পারবেন না৷ এবারও সেই অর্ধেক কাজ করলেন না তিনি। বরং পুরোপুরিই রাজনীতিতে না থাকার সিদ্ধান্ত নিলেন।