২১ জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহা? জল্পনা তুঙ্গে

২১ জুলাই বড় চমক ?

তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি’র প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা ? রাজ্য রাজনীতিতে এমন জল্পনাই এই মুহুর্তে তুঙ্গে৷ যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে কোনও কথা এখনও পর্যন্ত বলা হয়নি৷

কিছুদিন আগে বিজেপির প্রাক্তন সাংসদ-মন্ত্রী যশবন্ত সিনহা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ সেই পথ ধরেই এবার না’কি ঘাসফুল- শিবিরে সামিল হচ্ছেন কট্টর বিজেপি- সমালোচক ‘বিহারীবাবু’
শত্রুঘ্ন সিনহা৷ জানা গিয়েছে,সর্বভারতীয় স্তরের আরও বেশ কয়েকজন নানাস্তরের নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন৷

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা৷ তার আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশেও তিনি এসেছিলেন। শত্রুঘ্ন সিনহার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর যোগাযোগ বহু পুরানো। যশবন্ত সিনহা রাজ্যের শাসক দলে যোগ দেওয়ার সময় থেকে বিহারীবাবুও যোগাযোগ রাখছিলেন তৃণমূলের সঙ্গে৷ তখনই গুঞ্জন ছিলো তিনি তৃণমূলে যোগ দেবেন৷

অতিমারি আবহে এবার ২১ জুলাই ভার্চুয়ালি শহিদ দিবস পালন করবে তৃণমূল। দলনেত্রীও বক্তব্য রাখবেন ভার্চুয়ালি৷ অসমর্থিত সূত্রের খবর, তখনই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন শত্রুঘ্ন সিনহা৷ শোনা যাচ্ছে, ওইদিন আরও কয়েকজন নেতা যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে৷ এদের মধ্যে উত্তরবঙ্গের কয়েকজন নেতার নামও ভেসে উঠেছে৷

Previous articleউইম্বলডন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, ছুঁয়ে ফেললেন নাদাল, ফেডেরারকে
Next articleব্রেকফাস্ট নিউজ