Monday, August 25, 2025

২২ মাসের এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাসের( jika virus) খোঁজ। সেইসঙ্গে ২২ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি র খোঁজ মিলেছে। আর তারপরই জিকা ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়ালো জুড়ে। সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে।

কেরলে দিনকে দিন বাড়ছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এদিন২২ মাসের একটি শিশু সহ নতুন করে আরও তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এই নিয়ে কেরলে মোট জিকা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে হল ১৮। বাবা বাবা আর এর ফলে গোটা কেরল জুড়ে চূড়ান্ত সর্তকতা জারি করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একটি বিবৃতিতে জানিয়েছেন, “২২ মাসের এক শিশুও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ২৯ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীও জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে মোট ১৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জিকা ভাইরাসের জন্য তিরুবনন্তপুরমে একটি পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে। ত্রিশূর, কোঝিকোড় মেডিক্যাল কলেজ এবং আলাপুজ্জায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতেও জিকা নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুটি ব্যাচে মোট ২৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেখানে ২৬টি ক্ষেত্রেই নেগেটিভ রিপোর্ট আসে। তৃতীয় ব্যাচে আটটি নমুনা পাঠানো হয়, তারমধ্যেই তিনজন আক্রান্তের খোঁজ মেলে।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে,, পুণের এনআইভি থেকে ২১০০ টেস্ট কিট পাঠানো হয়েছে। এরমধ্যে এক হাজার কিট তিরুবনন্তপুরম, ৫০০টি আলাপুজ্জায় এবং ৩০০টি ত্রিশূর ও কোঝিকোড়ে পাঠানো হয়েছে। তিরুবনন্তপুরমে পাঠানো টেস্টকিটগুলির মধ্যে ৫০০টি ট্রিপলেক্স কিট একই সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের নমুনা চিহ্নিতকরণে সক্ষম বলে জানা গিয়েছে।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version